Maldah Crime: ‘ভাইয়ের গলা কেটে খুন করব আর দায়ী থাকবে পুলিশ…’ বলেই ফেসবুক লাইভে এসে ভয়ঙ্কর কীর্তি যুবকের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 09, 2022 | 12:56 PM

Maldah Crime: লাইভেই বলছেন, তাঁর জমিতে পা দিলেই ভাই এহেতেসানের মৃত্যু আছে। আর এর জন্য দায়ী থাকবে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জানা যাচ্ছে, স্বপরিবারে দিল্লিতে থাকতেন হাদি।

Maldah Crime: ভাইয়ের গলা কেটে খুন করব আর দায়ী থাকবে পুলিশ... বলেই ফেসবুক লাইভে এসে ভয়ঙ্কর কীর্তি যুবকের
মালদার অভিযুক্ত যুবক (নিজস্ব চিত্র)

Follow Us

মালদা: বাঁ হাতে ধারাল কাস্তে। ডান হাতে মোবাইলটা ধরা ছিল। ফেসবুক লাইভে এসে গলা ফাটাচ্ছিলেন তিনি। গলার শিরা ফুলে উঠছিল। সরাসরি ভাইয়ের গলা কেটে খুনের হুমকি দিচ্ছিলেন মাঝ বয়সী এক ব্যক্তি। সঙ্গে পুলিশের নামে অশ্লীল গালিগালাজ করছেন। সরাসরি বলছেন, “ভাইকে যদি গলা কেটে খুন করি, তাহলে তার জন্য দায়ী থাকবে পুলিশ।” ভয়ঙ্কর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে।

খোঁজ নিয়ে জানা যাচ্ছে, ওই যুবকের নাম হাদি আলি। বছর পঁয়ত্রিশের হাদির বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। ফেসবুক লাইভে এসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে গালিগালাজ করতে দেখা যায় তাঁকে। ফেসবুক লাইভে দেখা যাচ্ছে, হাদি পুলিশের নাম করেই গালি দিচ্ছেন। হাতে কাস্তে। ভাই এরপর বাড়িতে পা রাখতে গলা কেটে খুনের হুমকি প্রকাশ্যে দিচ্ছেন তিনি।

লাইভেই বলছেন, তাঁর জমিতে পা দিলেই ভাই এহেতেসানের মৃত্যু আছে। আর এর জন্য দায়ী থাকবে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জানা যাচ্ছে, স্বপরিবারে দিল্লিতে থাকতেন হাদি। প্রায় এক বছর ধরে গ্রামের বাড়িতে রয়েছেন। বাস্তু জমি নিয়ে ভাই এহেতেসান আলির সঙ্গে বছর খানেক ধরে তাঁর বিবাদ রয়েছে। বাস্তু জমিকে কেন্দ্র করে প্রায় দু’মাস আগে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝামেলা হয়।

সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই ভাই। রক্তাক্ত হন দু’জনেই। হাদি আলি থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু তাঁর অভিযোগ, দু’মাস কেটে গেলেও এখন পর্যন্ত অভিযুক্ত এহেতেসানকে। পুলিশ গ্রেফতার করে নি বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। আবার বুধবার এহেতেসান তাঁকে মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি।

দ্বিতীয়বারের এই ঘটনার পরই লাইভে আসেন হাদি। তখনই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর অভিযোগ, পুলিশ গ্রেফতার না করাতেই এহেতেসান দ্বিতীয়বার তাঁকে বাড়িতে ঢুকে মেরে গিয়েছেন। এরপর এই ধরনের ঘটনা ঘটলে, ভাইয়েরই গলা কেটে খুন করবেন বলে অভিযোগ।

এ প্রসঙ্গে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, তিনি ভিডিয়ো দেখেছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি কেন তিনি এমন কান্ড করলেন তাও খতিয়ে দেখবে পুলিশ। অভিযুক্তের ভাই এহেতেসানের সঙ্গে অবশ্য যোগাযোগ করা সম্ভব হয়নি।

Next Article