Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldah: ICDS-এর জমি দখল করে বাড়ি বানিয়ে নেওয়ার অভিযোগ TMC নেতার বিরুদ্ধে

Maldah: ঘটনার প্রতিবাদ স্বরূপ বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন রাস্তায় বসে শিশুদের সঙ্গে পাত পেড়ে খান। নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানিয়ে সমস্যার সমাধানের ইঙ্গিত দিয়েছেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, আইসিডিএস-এর জন্যে বরাদ্দ খাস জমি জবরদখল করে রয়েছেন তৃণমূল নেতা বাদিরউদ্দিন শেখ।

Maldah: ICDS-এর জমি দখল করে বাড়ি বানিয়ে নেওয়ার অভিযোগ TMC নেতার বিরুদ্ধে
আইসিডিএস কেন্দ্র নেই, রাস্তাতেই খাওয়া দাওয়া Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2025 | 12:50 PM

মালদহ: আইসিডিএস-এর জমি দখল করে বাড়ি বানিয়ে ফেলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আর তাতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্ত কাজ,  শিশুদের পঠন পাঠন থেকে শুরু করে প্রসূতিদের জন্য রান্না-খাওয়া, সবই চলছে গ্রামবাসীদের কারোর না কারোর বারান্দায়, কিংবা গাছ তলায়। অথচ আইসিডিএসএর কেন্দ্র খোলাই হয় না।  দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলার পর মঙ্গলবার বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।  জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। ঘটনাকে ঘিরে উত্তেজনা গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের ধাওয়েল গ্রামে। কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতা বাদিরউদ্দিন শেখ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫০০ পরিবারের জন্য রয়েছে দুটি আইসিডিএস কেন্দ্র কিন্তু নিজস্ব কোনও ঘর নেই, রাস্তার ধারে রান্না রাস্তাতেই চলে খাওয়া-দাওয়া। কেন্দ্রের ঘরের দাবিতে প্রশাসনের কাছে বহুবার দারস্থ হয়েছেন আবেদনও করা হয়েছে। কোনও সমাধান হয়নি। অভিযোগ করেছেন কেন্দ্রের কর্মীরা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। বিডিও-কে রিপোর্ট দিতে বলা হয়েছে। আইসিডিএস এর আধিকারিকও জানিয়েছেন দখল মুক্ত করে কেন্দ্র করা হবে।

ঘটনার প্রতিবাদ স্বরূপ বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন রাস্তায় বসে শিশুদের সঙ্গে পাত পেড়ে খান। নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানিয়ে সমস্যার সমাধানের ইঙ্গিত দিয়েছেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, আইসিডিএস-এর জন্যে বরাদ্দ খাস জমি জবরদখল করে রয়েছেন তৃণমূল নেতা বাদিরউদ্দিন শেখ।

গাজোল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের ধাওয়েল গ্রামে রয়েছে ৫১২ এবং ৫১৪ নম্বর দুটি আইসিডিএস কেন্দ্র। দুটি শিশু বিকাশ কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী কুমকুম দাস অধিকারী বলেন, “দুটি কেন্দ্রের একটিরও ঘর নেই। বাধ্য হয়ে কখনও কারোর বাড়ির বারান্দায়, আবার কখনও খোলা আকাশের নীচে আমাকে রান্নাবান্নার কাজ করতে হয়। বাচ্চাদের তো আর রাস্তায় বসিয়ে খাওয়াতে বা পড়াতে পারব না, তাই খাবার দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। প্রসূতি মায়েদের ক্ষেত্রেও একই অবস্থা।” গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময়ী দেব বর্মন সরজমিনে বিষয়টি খতিয়ে দেখতে যান।

অন্যদিকে গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন,  “বিষয়টি আমরা জানি, তবে যে অভিযোগটি করা হচ্ছে সেটা সঠিক নয়। খাস জমিতে কেউ বাড়ি করেনি, তাও আমরা তদন্ত করে দেখব। আইসিডিএস কেন্দ্র এলাকায় দ্রুত হবে।” বিজেপি বিধায়ক এলাকায় গিয়ে অপপ্রচার করেছেন।

এই বিষয়ে বলতে গিয়ে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক খোকন বৈদ্য বলেন, “ওই গ্রামের দুটি আইসিডিএস কেন্দ্র আমাদের তালিকাভুক্ত রয়েছে। নতুন আইসিডিএস কেন্দ্র তৈরির কাজ শুরু হলে প্রথমে ওই দুটি কেন্দ্র গড়ে তোলা হবে। সরকারি খাস জমিও জবরদখল মুক্ত করা হবে।”  যদিও অভিযুক্ত বাদিরুদ্দিন শেখের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।