মালদহ: বুধবার মালদহে তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’। আবার এদিনই রাজনৈতিক কর্মসূচি রয়েছে নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলায় ঢোকার ঠিক আগেই সাতসকালে আয়কর দফতরের হানা তৃণমূল নেতার বাড়িতে। জানা গিয়েছে, তৃণমূল সাংসদ মৌসম নূরের ঘনিষ্ঠ প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক হেমন্ত শর্মার বাড়িতে হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। বুলবুলচণ্ডী ও সর্বমঙ্গলাপল্লিতে তাঁর দুটি বাড়িতে চলছে তল্লাশি। সূত্রের খবর, তিন জন অফিসার ঢোকেন হেমন্তের বাড়িতে, তাঁদের মধ্যে একজন মহিলা আধিকারিকও ছিলেন। হেমন্ত শর্মার বুলবুলচণ্ডীর বাড়িটি সাধারণত তালাবন্ধ অবস্থাতেই থাকে। সেই বাড়িতে থাকেন না নেতা। এদিন সকালে তালা ভেঙে ভিতরে ঢোকেন আইটি আধিকারিকরা। বাড়ির কেয়ারটেকারের সঙ্গে কথা বলেন তাঁরা। তল্লাশির পর নতুন তালা এনে লাগিয়ে চলে যান আধিকারিকরা।
মালদহের হবিবপুরের বুলবুলচণ্ডীতেই রয়েছে ‘নবজোয়ার যাত্রার’ কর্মসূচি। এখান থেকেই শুরু হবে অভিষেকের যাত্রা। হেমন্ত শর্মার বাড়ির ঠিক কয়েক পা দূরেই সভা করবেন অভিষেক। আর তার ঠিক আগে কেন্দ্রীয় আধিকারিকদের হানায় জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মালদহের সর্বমঙ্গলাপল্লি এলকাতে এদিন তল্লাশি চালান আধিকারিকরা। তল্লাশি চালানোর সময়ে বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। আধিকারিকরা নেতার কয়েকজন প্রতিবেশীর সঙ্গেও কথা বলেন। কিন্তু দেখা যায়, আধিকারিকরা চলে যেতেই বাড়ি তালাবন্ধ করে তাঁরাও অন্যত্র চলে যান। এক্ষেত্রে উল্লেখ্য, নেতার প্রতিবেশীরাও তৃণমূলের সঙ্গে জড়িত।
জানা গিয়েছে, হেমন্তের সঙ্গে মৌসম নূরের ব্যবসায়ীক ঘনিষ্ঠতা রয়েছে। যৌথভাবে তাঁরা একটি ব্যবসা চালান বলে সূত্রের খবর। এলাকায় হেমন্তের প্রচুর সম্পত্তি, ব্যবসাবাণিজ্য রয়েছে বলেও গ্রামবাসীরা জানাচ্ছেন। কিন্তু তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি ও হিসাব বহির্ভূত আয়ের উৎস জানতেই আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন।