মালদহ: রাস্তার সামনে দাঁড়িয়েছিল চার বছরের ছোট্ট শিশু। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে তার গোটা শরীরটা। অনিয়ন্ত্রিত গতিতে ছুটে আসা এক লরি পিষে দিয়ে গেল শিশুটিকে। চোখের নিমেশেই শেষ হল ছটফটে প্রাণটা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙি গ্রামে।
জানা গিয়েছে, মৃত শিশুটির নাম মরিয়ম নেশা (৪)। বাচ্চাটির মৃত্যুর পর ই গ্রামবাসী ক্ষুদ্ধ হয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ করে।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় হরিশচন্দ্রপুর থানার পুলিশ। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। কার্যত মারমুখী হয়ে হয়ে পড়েন তাঁরা। তাঁদের অভিযোগ, নিত্যদিন ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা লরিগুলি বেপরোয়া ভাবে রাজ্যসড়কের উপর দিয়ে যাতায়াত করে। গতির উপর কোনও নিয়ন্ত্রণ থাকেই না চালকদের। আর তাদের এই বেপোরায় মনোভাবের জন্যই প্রাণ চলে গেল ছোট মরিয়মের।
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে রাজ্য সড়কের ধারে অবস্থিত নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিল মরিয়ম নেশা। সেই সময় কুশিদারের দিক থেকে একটি লরি বেপরোয়া গতিতে আসছিল। গাড়ির চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার ভুল দিকে চলে যায়। এবং তখনই দাঁড়িয়ে থাকা মরিয়মকে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়। দশচাকার ওই লরির চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনার পরই পলাতক ওই গাড়ির চালক। এরপরই এলাকার বাসিন্দারা ওই লরিটিকে আটকে রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করেন। কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। মরিয়মের বাবা বলেছেন, “আমার মেয়ে বাড়ির পাশে দাঁড়িয়েছিল। গাড়িটার এতটাই গতি ছিল যে পুরো পিষে দিয়ে চলে গিয়েছে ওকে। ড্রাইভারের উপযুক্ত শাস্তি চাই আমি।”
মালদহ: রাস্তার সামনে দাঁড়িয়েছিল চার বছরের ছোট্ট শিশু। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে তার গোটা শরীরটা। অনিয়ন্ত্রিত গতিতে ছুটে আসা এক লরি পিষে দিয়ে গেল শিশুটিকে। চোখের নিমেশেই শেষ হল ছটফটে প্রাণটা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙি গ্রামে।
জানা গিয়েছে, মৃত শিশুটির নাম মরিয়ম নেশা (৪)। বাচ্চাটির মৃত্যুর পর ই গ্রামবাসী ক্ষুদ্ধ হয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ করে।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় হরিশচন্দ্রপুর থানার পুলিশ। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। কার্যত মারমুখী হয়ে হয়ে পড়েন তাঁরা। তাঁদের অভিযোগ, নিত্যদিন ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা লরিগুলি বেপরোয়া ভাবে রাজ্যসড়কের উপর দিয়ে যাতায়াত করে। গতির উপর কোনও নিয়ন্ত্রণ থাকেই না চালকদের। আর তাদের এই বেপোরায় মনোভাবের জন্যই প্রাণ চলে গেল ছোট মরিয়মের।
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে রাজ্য সড়কের ধারে অবস্থিত নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিল মরিয়ম নেশা। সেই সময় কুশিদারের দিক থেকে একটি লরি বেপরোয়া গতিতে আসছিল। গাড়ির চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার ভুল দিকে চলে যায়। এবং তখনই দাঁড়িয়ে থাকা মরিয়মকে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়। দশচাকার ওই লরির চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনার পরই পলাতক ওই গাড়ির চালক। এরপরই এলাকার বাসিন্দারা ওই লরিটিকে আটকে রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করেন। কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। মরিয়মের বাবা বলেছেন, “আমার মেয়ে বাড়ির পাশে দাঁড়িয়েছিল। গাড়িটার এতটাই গতি ছিল যে পুরো পিষে দিয়ে চলে গিয়েছে ওকে। ড্রাইভারের উপযুক্ত শাস্তি চাই আমি।”