মালদহ: অন্যের পারিবারিক ঝামেলা থামাতে গিয়ে ছুরিবিদ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির। ছুরিকাহত হয় আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোর। খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকায়। মৃত ব্যক্তির নাম সনৎ কুমার পাল (৩৭)। আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল চিকিৎসাধীন দেব ঘোষ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই এলাকারই শ্যাম ঘোষ ও তাঁর স্ত্রীর মধ্যে বিবাদ হয়। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে ঝামলা থামানোর চেষ্টা করেন। অভিযোগ, সেই আক্রোশ থেকেই ছুরি নিয়ে প্রতিবেশীদের পেছনে ধাওয়া করে শ্যাম। বাড়ি থেকে খানিক দূরে সনতবাবু ও দেবকে ছুরি মারে শ্যাম। তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত ও চিকিৎসকরা সনতকে মৃত বলে ঘোষণা করেন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)