মালদহ: রাজস্থান থেকে দিদির বাড়িতে বেড়াতে এসে সপরিবারে বাজারে গিয়ে আক্রান্ত তিন মহিলা। শ্লীলতাহানি, মারধর করে সালওয়ার কামিজ ছিঁড়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল কর্মীরা। রবিবার দুপুরে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় ঘটনার সূত্রপাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের আজমির থেকে তিন মহিলা তাঁদের ভাইকে নিয়ে হরিশ্চন্দ্রপুরের বাগমারা গ্রামের দিদির বাড়িতে যান। দিদির অসুস্থতার কথা শুনে তাঁরা দেখতে যান। তুলসীহাটা হাটে যায় বাজার করতে। অভিযোগ বাজার করে বেরোনোর পথে তিন মহিলাকে এক টোটো চালক ওড়না ধরে টানাটানি করেন। সেই সময় তাঁদের সঙ্গে থাকা পুরুষ সদস্যরা প্রতিবাদ করেন। ঝামেলা বেঁধে যায়।
আক্রান্তদের বয়ান অনুযায়ী, কোনওক্রমে তারা অন্য টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। কিন্তু বাড়িওয়ালের কাছে মাঝপথে ওই টোটো চালক দল বল নিয়ে তাঁদের আটকে দেন। তিন মহিলাকে শ্লীলতাহানি করা হয়। পরনের পোশাক ছিঁড়ে মারধর করা হয় বলেও অভিযোগ। সঙ্গে থাকা পুরুষ সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
আক্রান্ত পরিবারের দাবি, অভিযুক্তরা তৃণমূল কর্মী। যদিও অভিযুক্ত টোটো চালকের বাবার দাবি তাঁর ছেলে শুধুমাত্র যাত্রীকে তোলার উদ্দেশ্যে তাঁদের ডেকে ছিল। সেই সময় তাঁরাই গিয়ে বেধরক মারধর করেন।
বিজেপি সাংসদ খগেন মুর্মু সমগ্র ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “এখানে জঙ্গলরাজ চলছে। জঙ্গলের জানোয়াররাও এত খারাপ আচরণ করে না।”