Murder Case: পাওনা টাকা দিতে দেরি, ব্যক্তিকে কুপিয়ে ‘খুন’

Subhotosh Bhattacharya | Edited By: অংশুমান গোস্বামী

Oct 29, 2023 | 5:35 PM

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার চাঁচল থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মৃতের নাম মাসিদুর রহমান (৪০)। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এক পাওনাদার দলবল নিয়ে শনিবার দুপুরে শাসিয়ে গিয়েছিল। সে সময় মাসিদুর বাড়িতে ছিল না। এর পর রাস্তায় তাঁকে কোপানো হয় বলে অভিযোগ।

Murder Case: পাওনা টাকা দিতে দেরি, ব্যক্তিকে কুপিয়ে খুন
প্রতীকী ছবি
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

মালদা: পাওনা টাকা দিতে দেরি হওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার চাঁচল থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মৃতের নাম মাসিদুর রহমান (৪০)। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এক পাওনাদার দলবল নিয়ে শনিবার দুপুরে শাসিয়ে গিয়েছিল। সে সময় মাসিদুর বাড়িতে ছিল না। এর পর রাস্তায় তাঁকে কোপানো হয় বলে অভিযোগ।

মৃতের স্ত্রী বলেছেন, “দুপুরে বাড়িতে এসে আমার স্বামীকে খুঁজছিল। তখন আমার ছেলে বলে বাবা বাড়িতে নেই। তখন ওরা বলে আমার স্বামীর কাছে টাকা পাবে। আমার স্বামীকে যেখানে পাবে সেখানেই ধরবে বলে জানায়। এর পর রাতে আমার স্বামী ফেরে তখন দেখি তাঁকে কোপানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসা করতেই ২-৩টে কথা বলেই মারা যায়। যাঁরা মেরেছে তাঁদেরকে চিনতে পারেনি আমার স্বামী।”

ঘটনা নিয়ে খুনের মামলা রুজু করেছে পুলিশ। ঘটনারও তদন্ত শুরু হয়েছে। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হননি। পরিচিতের হাতেই মাসিদুর খুন হয়েছেন বলে অনুমান পুলিশের।

Next Article