BJP Joining: ফের বড় ভাঙন তৃণমূলে, বিধায়কের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিল একাধিক পরিবার

Subhotosh Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 07, 2023 | 3:51 PM

BJP Joining: বিধায়ক বলেন, 'তৃণমূলের অপশাসন, দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমর্থকেরা তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন। বিজেপির হাত শক্ত করলেন।' 

BJP Joining: ফের বড় ভাঙন তৃণমূলে, বিধায়কের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিল একাধিক পরিবার
বিজেপিতে যোগ একাধিক পরিবারের

Follow Us

মালদহ: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের ধাক্কা শাসক দলের। তৃণমূলে পরপর ভাঙন মালদহে। প্রথমে কংগ্রেস, আর এবার বিজেপি! বৃহস্পতিবার গেরুয়া পতাকা হাতে তুলে নিল মালদহের একাধিক পরিবার। মালদহের গাজোলের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণের উপস্থিতিতে হয় এই যোগদান। শাসকের দুর্নীতি থেকে মুক্তি পেতেই এই যোগদান বলে দাবি বিধায়কের। তবে এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। কয়েকদিন আগেই হাজার খানের কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।

মালদহের গাজোল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের জাজিলাপাড়া এলাকার বসবাসকারী প্রায় ৩৫ টি পরিবার যোগ দিয়েছে বিজেপিতে। বিজেপি সূত্রে খবর, যাঁরা দল বদল করেছেন তার মধ্যে ছিলেন একাধিক স্থানীয় নেতা, শতাধিক কর্মী ও সমর্থক। যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। বিজেপি বিধায়ক নিজে উপস্থিত থেকে প্রত্যেকের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন।

দল বদল করা এক কর্মী বলেন, ‘এলাকায় রাস্তা নেই। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রসব হয় অনেকের।’ বারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানান ওই মহিলা। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘তৃণমূলের অপশাসন, দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমর্থকেরা তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন। বিজেপির হাত শক্ত করলেন।’

দিন দুয়েক আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক প্রদীপ কুমার সাহা এবং তৃণমূলের যুবনেতা প্রিয়ার্ঘ সাহা ওরফে আকাশ। তাঁদের সঙ্গে গদান করেন প্রায় হাজার খানেক তৃণমূল কর্মী ও সমর্থক। সুজাপুরের প্রাক্তন বিধায়ক ইশা খান চৌধুরী ও মানিকচকের প্রাক্তন বিধায়ক মোস্তাকিন আলমের হাত ধরে কংগ্রেসে যোগ দেন তাঁরা।

আব্দুর রহিম জেলা সভাপতি যারা যাচ্ছে তারা সবাই আগাছা। তারা আদৌ কতা তৃণূল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের নিয়েই বিরোী দল এসব নাটক করে যাচ্ছে। এতে দলের কোনও ক্ষতি হবে না।

Next Article