Malda: ঘরের বাইরে দাঁড়িয়েই কিছু একটা আঁচ করেছিলেন সইফা, দৌড়ে ঘরে ঢুকতেই মাথায় হাত

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 13, 2024 | 1:25 PM

Malda: রবিবার বাড়ির সকলে সকাল দশটার মধ্যে বেরিয়ে নিজের কাজে চলে যায়। সেই সময় গোটা বাড়ি সম্পূর্ণ ফাঁকা অবস্থায় ছিল। বিকেল বেলায় বাড়ি ফিরতেই কার্যত মাথায় হাত পড়ে সইফা বিবির। তিনি বাড়ি ফিরে দেখেন মূল দরজার তালা ভাঙা। দ্রুত তিনি ঘরে ঢুকে দেখেন যা সন্দেহ করেছিলেন তাই।

Malda: ঘরের বাইরে দাঁড়িয়েই কিছু একটা আঁচ করেছিলেন সইফা, দৌড়ে ঘরে ঢুকতেই মাথায় হাত
কী দেখলেন সইফা বিবি?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: প্রাইমারি স্কুলে চাকরির আশায় লক্ষাধিক টাকা বাড়িতে রেখেছিলেন। ডিএলএড-এ ভর্তির জন্য সেই টাকা বাড়িতে রেখেছিলেন। আর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দিন-দুপুরে চুরি। ঘটনাটি মালদার মানিকচকের এনায়েতপুর অঞ্চলের মীরাগ্রাম এলাকায় চাঞ্চল্য। গোটা ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার বাড়ির সকলে সকাল দশটার মধ্যে বেরিয়ে নিজের কাজে চলে যায়। সেই সময় গোটা বাড়ি সম্পূর্ণ ফাঁকা অবস্থায় ছিল। বিকেল বেলায় বাড়ি ফিরতেই কার্যত মাথায় হাত পড়ে সইফা বিবির। তিনি বাড়ি ফিরে দেখেন মূল দরজার তালা ভাঙা। দ্রুত তিনি ঘরে ঢুকে দেখেন যা সন্দেহ করেছিলেন তাই। আলমারি থেকে চুরি গিয়েছে বিপুল অঙ্কের টাকা। সইফা জানিয়েছেন, ছেলের ডিএলএড করানোর জন্য পৃথক-পৃথক জায়গায় প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা রেখে গিয়েছিলেন। সেই সব টাকা উধাও। খুঁজে পাওয়া যাচ্ছে না সোনার অলঙ্কারও।

সাইফা বিবির অনুমান করে প্রাচীর টপকে দুষ্কৃতীরা এসে সব কিছু চুরি করে নিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেই মানিকচক থানায়। এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার পুলিশ।

সইফা বিবি বলেন,”বাড়ির সকল সদস্য সকালে নিজের কাজে চলে গিয়েছিল। বিকালে বাড়ি ফিরে এসে দেখি ঘরের তালা ভাঙা। ছেলেকে ডিএলএড করানোর জন্য বাড়িতে প্রায় নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা পৃথক পৃথক জায়গায় রেখেছিলাম। আমার সোনার অলঙ্কার ছিল দেড় ভরির মতো। সবকিছু চুরি হয়ে গিয়েছে। মানিকচক থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ এসে সবকিছু দেখে গিয়েছে।”

Next Article