মালদহ: হাতে আর কয়েকদিন। তারপরই মালদহে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু মমতা নন, যে সময় তিনি সভা করবেন ঠিক সেই সময় আবার এই জেলায় ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য উপস্থিত থাকবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। আর উভয়ের কর্মসূচির আগেই দুই দলেরই দুই কর্মী গ্রেফতার। জাল প্রতিবন্ধী সার্টিফিকেটের প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে জনসংযোগ এবং পাড়ায় সমাধান কর্মসূচিতে প্রতিবন্ধীদের দেওয়া জাল সার্টিফিকেটের প্রতারণা চক্রের পর্দা ফাঁস হয়। বিষয়টি হাতে নাতে ধরেন বিডিও সৌমেন মণ্ডল। সমগ্র ঘটনায় পুলিশের এক হোমগার্ড,স্থানীয় এক তৃণমূল নেতা ও এক তৃণমূল কর্মী গ্রেফতার হন। জানা যায়, দীর্ঘদিন ধরেই চলছিল এই প্রতারণা চক্র। অভিযোগ আসে, বিভিন্ন এলাকার বহু মানুষ প্রতারিত হয়েছেন। অনেককে মোটা টাকার বিনিময়ে দেওয়া হয়েছে জাল সার্টিফিকেট। এমনকী অনেকে প্রতিবন্ধী না হওয়া সত্ত্বেও ওই জাল সার্টিফিকেট দেখিয়ে সরকারি ক্ষেত্রে বহু সুবিধা নিচ্ছেন। আর বঞ্চিত হয়েছে প্রকৃত উপভোক্তারা।
ধৃতদের জেরা করে এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত আরও দুজনের নাম উঠে আসে। অভিযুক্তদের একজনের নাম মাসুম। যিনি ডমরকলা গ্রামের বাসিন্দা। এবং ঝিকোডাঙ্গা গ্রমের বাসিন্দা রাশেদুল হক। এর মধ্যে মাসুম তৃণমূল কর্মী এবং রাসেদুল হক কংগ্রেসের বুথ সভাপতি। আর বিষয়টি প্রকাশ্যে আসতেই এই নিয়ে সরব হয়েছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
হরিশচন্দ্রপুর তৃণমূল ব্লক সভাপতি জিয়ায়ুর রহমান বলেন, “এখানের দলের সঙ্গে ব্যাপার নয়। প্রশাসনকে বলেছি অভিযুক্তরা যে দলেরই হোক শাস্তি যেন তাঁদের দেওয়া হয়।”জেলা বিজেপি সাংগঠনিক কমিটি সদস্য রূপেশ আগারওয়াল বলেন,”যে কোনও দুর্নীতিতে এই সরকার পিএইচডি করেছে। এবার জাল প্রতিবন্ধী সার্টিফিকেটও বের করেছে।”