Maldah: প্রতিবেশীর বাগানের ভুট্টা তোলাই হল ‘অপরাধ’, খুন হলেন জামালউদ্দিন

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 06, 2024 | 5:56 PM

Maldah Murder: পরিবারের দাবি, শুক্রবার রাত্রিবেলা সাদলিচকে একটি ভুট্টার জমি থেকে তিনটি ভুট্টা ভাঙেন জামাল। তারপরেই জমির মালিকরা পিটিয়ে মারে ওই ব্যক্তিকে। ঘটনার খবর পেয়ে কামালউদ্দিন ছুটে যান ভাইকে বাঁচাতে।

Maldah: প্রতিবেশীর বাগানের ভুট্টা তোলাই হল অপরাধ, খুন হলেন জামালউদ্দিন
ভুট্টা তুলে নেওয়ায় খুন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: এসেছিলেন ভাইয়ের বাড়িতে ঘুরতে। তারপরই হল কাল। অন্যের জমি থেকে তিনটি ভুট্টা তুলে নেওয়ায় মালিকের রোষের মুখে ওই ব্যক্তি। পিটিয়ে খুন করা হল তাঁকে। এই ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। মালদহর হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সাদলিচকের ঘটনা।

মৃতের ব্যক্তির নাম জামালউদ্দিন (৪০)। বাড়ি রতুয়া থানার ভাদো এলাকার। জানা গিয়েছে, দু’দিন আগে জামালউদ্দিন তাঁর ভাই কামালউদ্দিনের বাড়িতে ঘুরতে যান। কামালউদ্দিনের বাড়ি বাংলা-বিহার সীমান্তের কুমেদপুর লাগোয়া আজমনগর থানার অন্তর্গত বাটনারাহি গ্রামে।

পরিবারের দাবি, শুক্রবার রাত্রিবেলা সাদলিচকে একটি ভুট্টার জমি থেকে তিনটি ভুট্টা ভাঙেন জামাল। তারপরেই জমির মালিকরা পিটিয়ে মারে ওই ব্যক্তিকে। ঘটনার খবর পেয়ে কামালউদ্দিন ছুটে যান ভাইকে বাঁচাতে। তিনি জানতে পারেন তার দাদা ভুট্টার জমির পাশে একটি সেতুতে পড়ে রয়েছে। তারপরেই গিয়ে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, এই ঘটনায় তদন্তে নেমে নাসিম নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতকে শনিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে। জানা যাচ্ছে, আরও বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Next Article