মালদহ: জমি বিবাদ ঘিরে রণক্ষেত্র মালদহ। ব্যাপক বোমাবাজি এলাকায়। আহত হয়েছেন দু’পক্ষের প্রায় দশজন। একজনকে আটক করেছএ মানিকচক থানার পুলিশ। ঘটনাস্থল মালদহের মানিকচক থানার দালালপুর এলাকায়। সেখানেই শনিবার থেকে উত্তেজনা ছড়িয়েছে দফায়-দফায়।
সূত্রের খবর, জমি নিয়ে এই এলাকার বিবাদ নতুন নয়। দীর্ঘদিন ধরেই চলছিল। আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে গতকালের ঘটনা বেশ গুরুতর। মূলত জমি নিয়ে হায়দার আলি এবং আজগর আলি এই দুই পক্ষের বিবাদ। এলাবাসী, আত্মীয় স্বজন নিয়ে দু’জনেরই দলবল রয়েছে। এরপর গতকাল জমি দখলের জন্য এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়। তারপরই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। গতকাল রাতে লাগাতার বোমাবাজি চলতে থাকে। এরপর আজ সকাল হলেও ঠান্ডা হয়নি এলাকা। নতুন করে উত্তেজনা তৈরি হয়।
হায়দার আলি বলেন, “আমাদের রোডের উপর বাড়ি। আজ সকালে আজগর আলির লোকজন আমাদের মারতে আসেন। ক্রেকট ব্যাট, রড, লাঠি সব নিয়ে এসেছে। আমাদের সাত জন আহত হয়েছে। আমাদের জমি জোর করে ওরা দখল করে রেখেছে। কাগজ থাকা সত্বেও ওই জমি আমাদের দিচ্ছে না।” আরও এক বাসিন্দা বলেন, “কালকে রাত্রিবেলা থেকে বোমাবাজির শব্দ শুনতে পাচ্ছিলাম। আমরা জানতাম জমি নিয়ে ওদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ ছিল। আজ সকালে আজগর আলির লোকজন আমাদের পাড়ায় তুলকালাম পরিস্থিতি তৈরি করে। মারধর করেছে আমাদের।” যদিও, এই বিষয়ে আজগর আলি বা তাঁর পরিবারের কারোর প্রতিক্রিয়া মেলেনি।