মালদহ: রাস্তায় অবহেলায় পড়ে ছিল বিদ্যুতের তার। আর সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পৌরসভার কর্মীর। জানা গিয়েছে, পৌরসভায় কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ওল্ড মালদহ পুরসভার রসিলাদাহ বাগানপাড়া এলাকার ঘটনা। পরিবার সূত্রে খবর, মৃতের নাম সুশীল হালদার (৫৮)। তাঁর বাড়ি পুরাতন মালদহর পৌরসভার খয়হাট্টা এলাকায়। দীর্ঘদিন ধরে কর্মসূত্রে রসিলাদাহ বাগানপাড়া এলাকায় থাকতেন পরিবার নিয়ে। পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে ঝাড়ুদারের কাজ করতেন সুশীলবাবু।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাস্তার মাঝখানে বিদ্যুৎ এর তার পড়ে ছিল। সেখানে পা পড়তেই বিদ্যুৎস্পৃষ্ঠ হন তিনি। সুশীলবাবুর আর্তনাদে স্থানীয় বাসিন্দারা এসে সেখানকার বিদ্যুৎ-এর সংযোগ বন্ধ করে দেন। এরপর তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। কর্মরতচিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতের পরিবারের প্রশ্ন, উঠেছে এভাবে বিদ্যুতের তার রাস্তায় কেন পড়ে থাকবে? এক প্রত্যক্ষদর্শী বলেন, “কাজে যাওয়ার সময় রাস্তায় বিদ্যুতের তারে পা পড়ে যায়। তখনই শক লাগে। আমরা জানতে পারার পর চিৎকার শুনতে পাই। তারপর হাসপাতালে ভর্তি করতে করতেই মৃত্যু।”