পণের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর ও ঘরছাড়া, ধৃত তৃণমূল নেতা

সৈকত দাস |

Mar 16, 2021 | 5:57 PM

পণের দাবিতে স্ত্রীয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল (TMC) নেতা

পণের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর ও ঘরছাড়া, ধৃত তৃণমূল নেতা
নিজস্ব চিত্র

Follow Us

মালদহ: শ্বশুর বাড়ি থেকে পণ হিসেবে নগদ তিন লক্ষ টাকা দাবি করেছিলেন তৃণমূল (TMC) নেতা। তা দিতে না পারায় স্ত্রীকে মারধর করে বাড়িছাড়া করার অভিযোগে গ্রেফতার হলেন মালদহের হরিশচন্দ্রপুর থানার তুলসিহাটার অঞ্চল সভাপতি সেখ তালেব। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পণের দাবি ও গার্হস্থ্য হিংসার অভিযোগে গ্রেফতার হওয়া এই তৃণমূল নেতা বছর দুই আগে প্রথম স্ত্রীর উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে করেন। স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর প্রায় প্রতিদিনই অশান্তি লেগে থাকত। জানা গিয়েছে, দ্বিতীয় পক্ষের স্ত্রীয়ের বাপের বাড়ি থেকে নগদ তিন লক্ষ টাকা দাবি করেন ওই নেতা। এ নিয়ে প্রায় প্রতিদিনই স্ত্রীয়ের উপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ।

দিনের পর দিন এই অত্যাচার বাড়তে থাকে। প্রায় প্রতিদিনই মারধর করতেন স্ত্রী সাবিনাকে। এর পর ক’দিন আগে শিশুকন্যা-সহ দ্বিতীয় স্ত্রী সাবিনাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তালেব। এমনকি হুমকিও দেন, তিনি তৃণমল নেতা। তাই কারও ক্ষমতা নেই তাঁর বিরুদ্ধে কিছু করার। ভয়ে নাকি প্রতিবেশীরাও মুখ খুলতে পারেননি। এর পর বাধ্য হয়ে বিধবা মায়ের কাছে আশ্রয় নেয় সাবিনা। পরে হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এর পরেই তদন্ত শুরু করে পুলিশ। তৃণমূল নেতা সেখ তালেবকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গার্হস্থ হিংসার অভিযোগ সহ একাধিক ধারায় তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন: বামেদের সঙ্গ ছেড়েই শিলিগুড়ির শঙ্করের মুখে ‘রাম নাম’

তৃণমূল নেতার এমন কাণ্ডে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ঘাসফুল শিবিরের ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করে তাদের মন্তব্য, এই সব খেলাই শুরু করেছে তৃণমূল। যদিও তৃণমূলও এই ঘটনায় নিন্দা করেছে। তাদের দাবি, পারিবারিক সম্পর্কে কোন নেতা কী করল তার দায় তো দল নেবে না। অভিযোগের সত্যাসত্য প্রমাণিত হলে শাস্তি পান সেখ তালেব।

Next Article