AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda News: ঘুরে বেড়াচ্ছিল রাতের অন্ধকারে, মালদহে গ্রেফতার দুই বাংলাদেশি

Two Bangladeshi Arrested in Malda: সূত্রের খবর, দুই অভিযুক্তের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ ও রংপুরে। দিনকতক আগেই কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলায় অবৈধ ভাবে প্রবেশ করেছে তাঁরা। এবার সেই দুই অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বাংলার পুলিশ। অবশ্য ঠিক কী কারণে এপার বাংলায় এসেছিলেন তাঁরা, সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য দিতে পারেনি পুলিশ। তদন্ত চলছে বলেই জানিয়েছে তাঁরা।

Malda News: ঘুরে বেড়াচ্ছিল রাতের অন্ধকারে, মালদহে গ্রেফতার দুই বাংলাদেশি
প্রতীকী ছবিImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Oct 26, 2025 | 7:11 PM
Share

মালদহ: একদিকে রাজ্যের ভোটার তালিকা থেকে বেনো জল দূর করতে বারংবার এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার দাবি জানিয়েছে বিজেপি। তৃণমূল সরকারের বিরুদ্ধে তির দেগেছে সীমান্তবর্তী জেলাগুলিতে ‘ডেমোগ্রাফি’ বদলানোর। সেই আবহেই মালদহ থেকে গ্রেফতার দুই বাংলাদেশি। ধৃতদের নাম মহম্মদ রাসেল মিঞা ও মহম্মদ রিফাত। এক জনের বয়স ৩৩ বছর, অন্যজনের ২১ বছর।

শনিবার রাতের দিকে ইংরেজবাজার থানার অন্তর্গত সুস্তানি মোড় সংলগ্ন ১২নং জাতীয় সড়কের পাশ থেকে পাকড়াও করা হয়েছে তাঁদের। সন্দেহজনক ভাবে এদিক-সেদিক ঘোরাঘুরি করছিল এই দুই অভিযুক্ত। তখনই তাঁদের পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একটু চেপে ধরতেই ‘সব উগড়ে’ দেয় ওই দুই অভিযুক্ত, দাবি পুলিশের। এরপরই তাঁদের অবৈধভাবে সীমান্ত পার করার অভিযোগে গ্রেফতার করে মালদহ পুলিশ।

সূত্রের খবর, দুই অভিযুক্তের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ ও রংপুরে। দিনকতক আগেই কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলায় অবৈধ ভাবে প্রবেশ করেছে তাঁরা। এবার সেই দুই অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বাংলার পুলিশ। অবশ্য ঠিক কী কারণে এপার বাংলায় এসেছিলেন তাঁরা, সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য দিতে পারেনি পুলিশ। তদন্ত চলছে বলেই জানিয়েছে তাঁরা।

ডেমোগ্রাফি বদল ঘিরে সরব বিজেপি

বদলাচ্ছে রাজ্যের ‘ডেমোগ্রাফি’, এই অভিযোগ যে শুধুই তৃণমূল স্তরের বা রাজ্যে বিজেপি শীর্ষ নেতৃত্বরা করছেন এমনটা নয়, করেছেন বিজেপির সুপ্রিম লিডার তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে সেই ‘ডেমোগ্রাফি’ বদলে ইস্য়ু উস্কে দিয়েছিলেন খোদ মোদীও। দেশের সীমান্তবর্তী রাজ্য়গুলিতে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে যাচ্ছে বলেই দাবি করেছিলেন তিনি। একই দাবি শুভেন্দুর। রাজ্যের সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে গত দশ বছরে ডেমোগ্রাফি একেবারে বদলে গিয়েছে বলেই অভিযোগ তাঁর।