VIDEO: দৌড়ে পালিয়ে TMC কাউন্সিলর তখন ঢুকে পড়েন দোকানে, কতটা নৃশংসভাবে খুন? গুলি করার মুহূর্তের ছবি এল সামনে
VIDEO: সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন দুলাল সরকার। দুই যুবক মুখে মাফলার পেঁচিয়ে সামনে আসে। বন্দুক ছিল তাঁদের হাতে। দেখেন দৌড়ে দোকানের ভিতর পালিয়ে আসার চেষ্টা করেন দুলাল। ওই দুই যুবকও গুলি চালাতে চালাতে দোকানের ভিতর ঢুকে পড়ে।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন দুলাল সরকার। দুই যুবক মুখে মাফলার পেঁচিয়ে সামনে আসে। বন্দুক ছিল তাঁদের হাতে। দেখেন দৌড়ে দোকানের ভিতর পালিয়ে আসার চেষ্টা করেন দুলাল। ওই দুই যুবকও গুলি চালাতে চালাতে দোকানের ভিতর ঢুকে পড়ে। একজন বন্দুকের ট্রিগার চিপলেও গুলি বের হয় না। অপর জন গুলি চালায়। একটি গুলি মাথা ফুঁড়ে যায় দুলালের। দোকানে তখন অন্যান্য কর্মচারীরাও ছিলেন। ঘটনার আকস্মিতায় রীতিমতো স্তব্ধ হয়ে যান তাঁরা। ওই অবস্থায় দোকানের ভিতরেই লুটিয়ে পড়েন তিনি। দোকানের কর্মচারীরা তাঁকে উদ্ধারের চেষ্টায় ব্যস্ত। ততক্ষণে বন্দুক উঁচিয়ে গুলি করতে করতেই চম্পট দেয় দুষ্কৃতীরা।
পুলিশ তিন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে, দুলাল সরকার তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি। নেত্রীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। সেকথা নিজেই বলেছেন মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন, “বাবলা (দুলাল সরকার) ও তাঁর স্ত্রী চৈতালী তৃণমূলের কংগ্রেসের শুরুর দিন থেকে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। তাঁর মৃত্যুতে আমি শোকস্তব্ধ। চৈতালীকে সমবেদনা জানানোর কোনও ভাষা পাচ্ছি না।” তাঁর খুনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।