Maldah: ভরা বাজারে তৃণমূল কাউন্সিলরের মাথা ফুঁড়ে গেল বুলেট! বছরের শুরুতেই ভয়ঙ্কর ঘটনা
Maldah: দুলাল মালদহের ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় দাঁড়়িয়ে ছিলেন। সে সময়ে একটি বাইকে তিন জন যুবক মাথায় হেলমেট পরে এসে তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায়।
মালদহ: সাতসকালে মালদহে তৃণমূল নেতাকে গুলি করে খুন। গুলি ফুঁড়ে যায় নেতার মাথা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম দুলাল সরকার। তিনি তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি। এই ঘটনায় পুলিশকে তোপ দেগেছেন খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মন্ত্রী ফিরহাদ হাকিমকে মালদহে পাঠিয়েছেন তিনি। ঘটনার দুঃখপ্রকাশ করেছেন মমতা। তিনি লিখেছেন, দুলাল সরকার ও তাঁর স্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকেই কঠোর পরিশ্রম করেছেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ।
My close associate, and a very popular leader, Babla Sarkar has been murdered today.
From the beginning of the Trinamool Congress, he (and his wife Chaitali Sarkar) worked hard for the party, and Babla was also elected a councillor.
I am sad and hugely shocked after knowing…
— Mamata Banerjee (@MamataOfficial) January 2, 2025
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুলাল মালদহের ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় দাঁড়়িয়ে ছিলেন। সে সময়ে একটি বাইকে তিন জন যুবক মাথায় হেলমেট পরে এসে তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায়। প্রথম দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয় গুলিটি দুলালের মাথা ফুঁড়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
ভরা বাজারের মধ্যে চলে গুলি। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। তিন যুবকই বাইক নিয়ে চম্পট দেয়। তাদের কাউকেই ধরা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় দুলালকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারা গুলি করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কোনও নেতৃত্ব মুখ খোলেনি।