Malda Medical College: জল থইথই মালদা মেডিক্যাল, ‘ডুবেছে’ জরুরি বিভাগও

Subhotosh Bhattacharya | Edited By: Soumya Saha

Sep 11, 2023 | 9:48 PM

Malda Medical College: হাসপাতালের একতলায় যে ঘরগুলি রয়েছে, সেগুলির অনেকগুলিতেই জল ঢুকে গিয়েছে। গোড়ালির উপর উঠে গিয়েছে জল। তার মধ্যেই চলছে রোগী পরিষেবা।

Malda Medical College: জল থইথই মালদা মেডিক্যাল, ডুবেছে জরুরি বিভাগও
জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদা: সোমবার বিকেল থেকে নাগাড়ে বৃষ্টি। আর তাতেই একেবারে জল থইথই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। হাসপাতাল চত্বরে জমে গিয়েছে জল। হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে ঢুকে গিয়েছে জল। নাজেহাল অবস্থা রোগী ও তাঁদের পরিজনদের। হাসপাতালের একতলায় যে ঘরগুলি রয়েছে, সেগুলির অনেকগুলিতেই জল ঢুকে গিয়েছে। গোড়ালির উপর উঠে গিয়েছে জল। তার মধ্যেই চলছে রোগী পরিষেবা। কোথাও দেখা গেল হাসপাতালের ভিতরে রোগীকে কোলে দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পরিজনরা। আবার কোথাও দেখা গেল রোগীকে কোনওক্রমে স্ট্রেচারে শুইয়ে নিয়ে আসছেন পরিজনরা। এক বৃদ্ধাকে জলমগ্ন হাসপাতাল চত্বরেই হুইল চেয়ারে একপ্রকার অসহায় অবস্থাতেই বসে থাকতে দেখা গেল। গোটা হাসপাতাল চত্বরেই এই দশা।

জরুরি বিভাগ থেকে শুরু করে হাসপাতালের ভিতরের বেশ কিছু জায়গায় জল ঢুকে গিয়েছে। আর এতে রোগীদের নিয়ে হাসপাতালের এদিক থেকে ওদিক ছোটাছুটি করতে সমস্যার মধ্যে পড়ছেন পরিবারের লোকেরা। এমনই অবস্থা যে জলমগ্ন হাসপাতাল চত্বরের ভিতরে রোগীকে নিয়ে যাওয়ার সময় কোনও কোনও পরিজনকে দেখা গেল অসাবধানতাবশত নিকাশি নালার মধ্যে কোমর পর্যন্ত ঢুকে যেতে। অল্প সময়ের বৃষ্টিতেই এমন অবস্থায় কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। আর এই গোটা ঘটনায় বেশ অস্বস্তির মধ্যে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষও।

হাসপাতালের একতলায় বেশ কিছু জায়গায় জল ঢুকে যাওয়ায় কিছু ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে তা মেনে নিচ্ছেন মালদা মেডিক্যালের এমএসভিপি পুরঞ্জয় সাহাও। বললেন, ‘ওয়ার্ডে একটু জল ঢুকেছে। জরুরি বিভাগে ও একতলার ওয়ার্ডে জল ঢুকেছে। তবে এখন জল নামতে শুরু করেছে।’ যদিও হাসপাতালের রোগী পরিষেবার ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি বলেই জানাচ্ছেন তিনি। পূর্ত দফতরের কর্মীরাও যে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালাচ্ছেন, সে কথাও জানাচ্ছেন এমএসভিপি।

Next Article