সকাল থেকেই চলছে মেঘের খেলা। কখনও কালো মেঘ। কখনও আবার রোদের ঝলকানি। এই পরিস্থিতি চলছে সকাল থেকে। শুধু তাই নয়, মাঝে মধ্যে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। অপরদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। উত্তর ও দক্ষিণ বঙ্গে কেমন থাকবে আবহাওয়া তা জানাল আলিপুর আবহাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯২ শতাংশ।
আগামী ২৪ ঘণ্টায় দার্জিংয় ও দু’এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। জলপাইগুড়ি,কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এখনও পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে। আগামিকাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। কোথাও-কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামিকারল থেকে কলকাতায় কমবে বৃষ্টি। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী পাঁচ সাত দিনে ভারী বৃষ্টি হবে না। তবে আকাশ মেঘলা থাকবে। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে।
২৪ জুলাই অর্থাৎ সোমবার থেকে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। অপরদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ওড়িশার উপকূলে।
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। অপরদিকে, একটি মৌসুমী অক্ষরেখা জয়সালমীর দিশা রাতলাম বেতুল চন্দ্রপুর এবং গোপালপুর এর উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অভিমুখে আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত।