West Bengal Panchayat Election 2023: উড়ছে ব্যালট পেপার, পাশে পড়ে ভাঙা বাক্স, গণতন্ত্রের উৎসবে ‘লুঠের’ ছবি মালদহে

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 08, 2023 | 7:03 PM

West Bengal Panchayat Election 2023: ঘটনাস্থল মালদার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের সাইরা খুনিয়া পাহাড় প্রাইমারি স্কুল। শাসকদলের বিরুদ্ধে লাগাতার ব্যালট বাক্স লুঠের অভিযোগ উঠেছিল আগেই।

West Bengal Panchayat Election 2023: উড়ছে ব্যালট পেপার, পাশে পড়ে ভাঙা বাক্স, গণতন্ত্রের উৎসবে লুঠের ছবি মালদহে
মালদহের ছবি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: উড়ছে ব্যালট পেপার। যে যেমন পারছে ওরাচ্ছে। শুধু তাই নয়, চলছে ধস্তাধস্তি। ধাক্কাধাকি। শনিবার এই ছবিই দেখল মালদা। সেখানে অবাধে ব্যালট বাক্স লুঠের অভিযোগ। রীতিমতো পালিয়ে বাঁচলেন ভোটকর্মীরা।

ঘটনাস্থল মালদহর হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের সাইরা খুনিয়া পাহাড় প্রাইমারি স্কুল। শাসকদলের বিরুদ্ধে লাগাতার ব্যালট বাক্স লুঠের অভিযোগ উঠেছিল আগেই। এরপর প্রকাশ্যেই বাগানের মধ্যে নিয়ে গিয়ে চলল ছাপ্পা। শুধু তাই নয়, ভেঙে ফেলা হল ব্যালট বাক্স। লাঠি দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হল ব্যালট বাক্স। ছিড়ে ফেলা হল ব্যালট পেপার। আর নীরব দর্শকের ভূমিকায় পুলিশ।

মালদা এ দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল। এমনকী মালদহর মানিকচকের গোপালপুরে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের অভিযোগ ওঠে। যার জেরে চলে বোমাবাজি ও গুলি চলে। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম মালেক শেখ। ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় এলাকায়। তবে এলাকাবাসীর অভিযোগ, ভোটের আবহে প্রচুর অস্ত্র মজুত করা রয়েছে ওই গ্রামে।

Next Article