West Bengal Panchayat Elections 2023: ভোর থেকে লাগাতার বোমাবাজি, নির্বাচন আবহে তপ্ত চাঁচল

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 06, 2023 | 1:50 PM

West Bengal Panchayat Elections 2023: বুধবার সকাল থেকে ফের নতুন করে উত্তেজনা ছড়ায়।  বুধবার রাতেও দুপক্ষের মধ্যে বোমাবাজি চলে। বৃহস্পতিবার ভোর থেকে এলাকায় টানা বোমা পড়তে থাকে বলে অভিযোগ গ্রামবাসীদের।

West Bengal Panchayat Elections 2023: ভোর থেকে লাগাতার বোমাবাজি, নির্বাচন আবহে তপ্ত চাঁচল
ভোররাত থেকে বোমাবাজি

Follow Us

মালদহ:  মহারণের বাকি আর মাত্র এক দিন। কিন্তু এখনও হিংসা অব্যহত। এলাকায়  ব্যাপক বোমাবাজি। কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষে তপ্ত হয়ে উঠল এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। চলছে টহল। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেস যোগদান করেছিলেন কয়েকজন। তা নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের চাপা উত্তেজনা ছিল। বুধবার সকাল থেকে ফের নতুন করে উত্তেজনা ছড়ায়।  বুধবার রাতেও দুপক্ষের মধ্যে বোমাবাজি চলে। বৃহস্পতিবার ভোর থেকে এলাকায় টানা বোমা পড়তে থাকে বলে অভিযোগ গ্রামবাসীদের।

মালদার চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুরের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইমমদাদুলের সঙ্গে এলাকার তৃণমূল নেতা আবদুল হাইয়ের মধ্যে বচসা দীর্ঘদিনের। সম্প্রতি ইমমদাদুল তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। তাতেই পরিস্থিতি আরও খারাপ হয়। দু’জনের অনুগামীদের মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষ হত। সেটা যে কোনও ইস্যুতেই হত। কিন্তু নির্বাচনের আগে ইমমদাদুল কংগ্রেসের প্রার্থী হওয়ায় তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বুধবার সন্ধ্যা থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ভোরে আচমকাই বোমা পড়তে শুরু করে গ্রামে। ভয়ে তখন সে সময়ে কেউ ঘর থেকে বের হননি। বেশ কিছুক্ষণ ধরে এলাকায় বোমা পড়ে। দুপক্ষের মধ্যেই সংঘর্ষ চলছিল। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এলাকায় পিকেট বসানো হয়েছে।

Next Article