মালদহ: পুরনো বাড়ি ভাঙার সময়ে ভয়াবহ দুর্ঘটনা। মালদহের ইংরেজবাজারের ঘটনা। বাড়ি ভেঙে পড়ে মৃত্যু দুই শ্রমিকের। আহত আরও এক শ্রমিক। ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ, দমকল ও পুরসভা কর্তৃপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় দুই শ্রমিককে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহের ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জামতল্লি এলাকায় পুরনো বাড়ি ভেঙে সংস্কারের কাজ চলছিল। গত কয়েকদিন ধরেই সেখানে কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরে সেখানে কাজ চলার সময় আচমকা বাড়ির একাংশ ভেঙে পড়ে। যার নীচে চাপা পড়ে যান শ্রমিকরা। স্থানীয় বাসিন্দারা শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। বাড়ি ভাঙার সময় প্রয়োজনীয় সাবধানতা নেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এক প্রত্যক্ষদর্শী বললেন, “একটা চাঙর ভাঙার জন্য শাবল ঢুকিয়েছিল। হুড়মুড়িতে সব ভেঙে পড়ল। ওরা নীচেই চাপা পড়ে যায়। চাঙরের নীচে চাপা পড়ে যায়।”
প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস বলেন, “উজ্জ্বল সিং ও কাজল সিংয়ের বাড়ি ভাঙা হচ্ছিল। একটা দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় দুই শ্রমিকের। দমকল উদ্ধারকার্য চালাচ্ছে। মর্মান্তিক ঘটনা।”