Raninagar: স্বামী-স্ত্রী বিছানায় শুয়ে, হঠাৎই কানে এল বিকট শব্দ… মধ্যরাতে রানিনগরে হুলুস্থুল
Raninagar: এলাকার লোকজনের দাবি, গভীর রাতে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যান তাঁরা। সেখানে গিয়ে দেখেন একজন পড়ে আছেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি। নিহতের দিদির দাবি, তাঁর ভাইকে ফোন করে কেউ ডেকে নিয়ে যায়। রাত ৩টে নাগাদ তাঁরা জানতে পারেন ভাই মারা গিয়েছে।
মুর্শিদাবাদ: বোমা ফেটে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদের রানিনগরে। নিহতের নাম আইনুল হক (৪০)। সূত্রের খবর, রাতের অন্ধকারে বাগানের ভিতর বোমা বাঁধা চলছিল। এদিকে সেখান থেকেই ওই যুবককে উদ্ধার করা হয়। রানিনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
এলাকার লোকজনের দাবি, গভীর রাতে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যান তাঁরা। সেখানে গিয়ে দেখেন একজন পড়ে আছেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি। নিহতের দিদির দাবি, তাঁর ভাইকে ফোন করে কেউ ডেকে নিয়ে যায়। রাত ৩টে নাগাদ তাঁরা জানতে পারেন ভাই মারা গিয়েছে।
স্থানীয় বাসিন্দা গোলাম মোর্তাজা বলেন, “রাত ১০টা ২০ নাগাদ আমি একটা শব্দ পাই। স্ত্রীরও কানে যায়। আমরা দু’জনই তখন আধঘুমে। আমি আবার বললাম টায়ার ফাটল বোধহয়। কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি আমরা। রাত তখন প্রায় ২টো আড়াইটে বাজে। বাড়ির বাইরে লোকজনের কথা শুনি। এরপরই জানতে পারি একটা ছেলে মারা গিয়েছে। বোমায় পা উড়ে গিয়েছে।”
সূত্রের খবর, যেখানে এই ঘটনা ঘটেছে, সেখান থেকে চকোলেট বোমা, রক্তের চিহ্ন এবং গাছেও বোমার চিহ্ন পাওয়া গিয়েছে। এদিকে ঘটনা জানাজানি হতেই আমবাগানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের দাবি, ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে ওই যুবককে। পরিবার দোষীদের গ্রেফতারির দাবি তুলেছে।