Bangladesh Terror Group: এপিসেন্টার মুর্শিদাবাদ! ভারতে জঙ্গি নাশকতার বড় ছক তৈরি হল বাংলাদেশে, ফাঁস তথ্য

সুজয় পাল | Edited By: Avra Chattopadhyay

Jan 24, 2025 | 4:06 PM

Bangladesh Terror Group: এরপরই দিন পেরতেই প্রকাশ্যে আরও এক বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, একা জেএমবি নয়। এই 'জাহা ইন্ডিয়া'র দোসর হয়েছে 'তাওহিদুল উলাইয়া' নামে বাংলাদেশের আরও একটি মৌলবাদী জঙ্গি সংগঠন। মূলত, 'জাহা ইন্ডিয়া'র হাত ধরেই ভারতে নিজেদের জঙ্গি কার্যকলাপ বাড়াতে চায় তারা।

Bangladesh Terror Group: এপিসেন্টার মুর্শিদাবাদ! ভারতে জঙ্গি নাশকতার বড় ছক তৈরি হল বাংলাদেশে, ফাঁস তথ্য
প্রতীকী ছবি
Image Credit source: Veronique de Viguerie/Getty Images

Follow Us

মুর্শিদাবাদ: ইউনূস আমলে নতুন করে যে জঙ্গি কার্যকলাপ মাথা চাড়া দিয়েছে, সেই নিয়ে কোনও রকম দ্বিমত রাখছেন না বিশেষজ্ঞরা। পালাবদলের পর থেকে ভারতে নিজেদের জাল ছড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশি মৌলবাদী সংগঠনগুলি। এবার সেই তালিকায় নাম লেখাল আরও একটি সংগঠন।

মাস কয়েক ধরে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকাজুড়ে মৌলবাদী কার্যকলাপ চালাচ্ছে ‘জাহা ইন্ডিয়া’ নামে একটি সংগঠন। বাংলাদেশ থেকে মিলছে সাহায্য। টিভি৯ বাংলার হাতে আসা কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি রিপোর্ট অনুযায়ী, মুর্শিদাবাদের ‘জাহা ইন্ডিয়া’ সংগঠনকে মদত জোগাচ্ছে বাংলাদেশের জেএমবি জঙ্গি সংগঠন। সেদেশ থেকে চোরা পথ হয়ে ভারতে এসে ঝাড়খণ্ডের একটি গোপন ডেরায় দিন কয়েক আগেই ‘জাহা ইন্ডিয়া’র সঙ্গে বৈঠক চালিয়েছে তারা।

এরপরই দিন পেরতেই প্রকাশ্যে আরও এক বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, একা জেএমবি নয়। এই ‘জাহা ইন্ডিয়া’র দোসর হয়েছে ‘তাওহিদুল উলাইয়া’ নামে বাংলাদেশের আরও একটি মৌলবাদী জঙ্গি সংগঠন। মূলত, ‘জাহা ইন্ডিয়া’র হাত ধরেই ভারতে নিজেদের জঙ্গি কার্যকলাপ বাড়াতে চায় তারা।

গত ৩ জানুয়ারি লালগোলায় এই প্রসঙ্গে জাহা ইন্ডিয়ার সঙ্গে এক দফা বৈঠকও চলে। সেই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন জেএমবি-র সদস্যরাও। মূলত, ভারতে নিজেদের শাখা খুলতে চায় এই ‘তাওহিদুল উলাইয়া’ নামে মৌলবাদী সংগঠনটি। আর সেই কাজে ‘জাহা ইন্ডিয়া’কেই নিজেদের সঙ্গী হিসাবে চায় তারা।

কীভাবে হবে জাল বিস্তার?

জানা গিয়েছে, মোট পাঁচটি স্তরে ভাগ হয়ে গিয়ে ভারতের জাল বিস্তার করতে আগ্রহী এই জঙ্গি সংগঠনটি। আর মুর্শিদাবাদ হবে সেই পরিকল্পনার এপিসেন্টার।

Next Article