Murshidabad: জঙ্গি আবহের মধ্যেই এবার মুর্শিদাবাদে উদ্ধার তাজা বোমা

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 25, 2024 | 1:50 PM

Bomb Recover: ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ইননাথপুর শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। সেখানেই ২০০ মিটার দূরে আবারো তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খবর ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার পুলিশ।বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে পুলিশ।

Murshidabad: জঙ্গি আবহের মধ্যেই এবার মুর্শিদাবাদে উদ্ধার তাজা বোমা
মুর্শিদাবাদে বোমা উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

জলঙ্গি: বাংলাদেশ আবহের মধ্যে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে তোলপাড় বাংলা। মুর্শিদাবাদ থেকে ইতিমধ্যেই জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে দু’জন। এই আবহে এবার বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। একটি শিশু শিক্ষা কেন্দ্রের ঠিক পাশ থেকে উদ্ধার বোমাগুলি। কারা রেখেছে সেই বোমা? তা জানা যায়নি। তবে বড় কিছু ঘটনার আগেই বোমাগুলি নিষ্কৃয় করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ইননাথপুর শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। সেখানেই ২০০ মিটার দূরে আবারো তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খবর ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার পুলিশ।বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে পুলিশ।

সম্প্রতি, আশিকুল শেখ ও জয়নাল শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। গোপন সূত্রে পুলিশের কাছে আগেই খবর ছিল। সেই মতো রানিতলা থানার পুলিশ অভিযুক্তদের পাকড়াও করে। আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে। ধৃতদের তোলা হয় লালবাগ মহকুমা আদালতে। সেই ঘটনার এক সপ্তাহ যেতে না যেতেই উদ্ধার বোমা। যা নিয়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। এলাকার একাংশ বাসিন্দাদের বক্তব্য, ছোট ছোট বাচ্চারা ওই শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করতে যায়। কোনওভাবে যদি বোমাগুলি ফেটে যেত তাহলে কী হত? পুলিশ-প্রশাসনকে আরও কড়া হওয়ার জন্য আবেদন করছেন স্থানীয় বাসিন্দারা।

Next Article