বড়ঞা: দেড় দিন পার। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সূত্রের খবর, বিধায়কের স্ত্রীর গয়নার বাক্স থেকে ২টি পেনড্রাইভ উদ্ধার হয়েছে। বাড়ি লাগোয়া ঝোঁপ থেকে মিলেছে ৫টি ব্যাগ। ৩০০-র বেশি নিয়োগপ্রার্থীদের ছবি-সহ অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশনের নথি মিলেছে। উদ্ধার হয়েছে চাকরির জন্য দেওয়া টাকাও। আরও বড় তথ্য, নিয়োগ দুর্নীতিতে ৩০০ কোটি লেনদেনের হিসাবের নথি মিলেছে। পাঁচটি ব্যাগে ঠাসা ছিল নিয়োগ প্রার্থীদের নথি। সূত্রের খবর, পাঁচটি ব্যাগ থেকে তিন হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর নথি পাওয়া গিয়েছে। ছবি দেওয়া অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, তিন হাজারেরও বেশি চাকরিপ্রার্থী মাথা পিছু ৬-১৫ লক্ষ টাকা পর্যন্ত দিয়েছেন। প্রাথমিকে ৬ লক্ষ টাকা, আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকা মাথা পিছু প্রার্থীদের থেকে নেওয়া হয়েছে। এই গোটা টাকার অঙ্কটা একটা গড় হিসাব করলে বিষয়টা ৩০০ কোটির কাছাকাছিই দাঁড়াচ্ছে। গোয়েন্দারা মনে করছেন, কেবলমাত্র এই বিধায়কের মাধ্যমেই ৩০০ কোটি টাকা তোলা হয়েছে।
ইতিমধ্যেই বিধায়ক ঘনিষ্ঠ কৌশিক ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। কৌশিকের সূত্র ধরেই চলছে বিধায়কের বাড়িতে তল্লাশি। তদন্তকারীদেরই একাংশ বলছেন, অয়ন শীলের বাড়িতে তল্লাশির রেকর্ডকে পিছনে ফেলে চলছে এই দীর্ঘ তল্লাশি। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে দীর্ঘ ২৫ ঘণ্টা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। নিয়োগকাণ্ডের আরেক কিংপিন কুন্তল ঘোষের বাড়িতেও প্রায় ২৬ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল ইডি। সাম্প্রতিককালে অয়ন শীলের বাড়িতে রেকর্ড সময় ধরে তল্লাশি চালায় ইডি। প্রায় ৩৭ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল ইডি। সেই রেকর্ডকেও পিছনে ফেলে জীবনের বাড়িতে ৪০ ঘণ্টা পেরিয়ে টানা তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।