AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yusuf Pathan: ‘যাঁর হারানোর ভয়, তাঁরই টেনশন… আমার কোনও টেনশন নেই’, অধীর-প্রশ্নে সটান জবাব পাঠানের

Berhampore: অধীরবাবুর বিরুদ্ধে লড়াইয়ে টেনশন হচ্ছে কি না প্রশ্ন করায় সটান জবাব, 'না না, কোনও টেনশন নেই। বরং অধীর চৌধুরীর টেনশন হচ্ছে। আমি তো প্রথমবার লড়ছে। আমার তো সেই অর্থে চাপ নেই। চাপ তখনই থাকে, যখন কিছু হারানোর ভয় থাকে। আমি রিল্যাক্স আছি।'

Yusuf Pathan: 'যাঁর হারানোর ভয়, তাঁরই টেনশন... আমার কোনও টেনশন নেই', অধীর-প্রশ্নে সটান জবাব পাঠানের
অধীর-প্রশ্নে কী বললেন পাঠানImage Credit: Facebook and PTI
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 11:52 PM
Share

বহরমপুর: রাত পোহালেই ভোটগণনা। তার আগে ফুরফুরে মেজাজে বহরমপুরে তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। এবারের ভোটে বহরমপুর অন্যতম চর্চিত আসন। বহরমপুরকে এক কথায় বলা হয় প্রদেশ কংগ্রস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গড়। পাঁচ বারের সাংসদ তিনি। এবার ডবল হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে ভোট ময়দানে নেমেছেন অধীর। এমন হেভিওয়েটের বিপরীতে লড়াইয়ে নেমেও খোশমেজাজেই রয়েছেন ইউসুফ। আগামিকালের ভাগ্য পরীক্ষার জন্য কি একেবারেই টেনশন নেই প্রাক্তন ক্রিকেটারের?

ভোট গণনার আগের সন্ধেয় টেনশনের প্রশ্ন একেবারে বাউন্ডারির বাইরে ফেললেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। অধীরবাবুর বিরুদ্ধে লড়াইয়ে টেনশন হচ্ছে কি না প্রশ্ন করায় সটান জবাব, ‘না না, কোনও টেনশন নেই। বরং অধীর চৌধুরীর টেনশন হচ্ছে। আমি তো প্রথমবার লড়ছে। আমার তো সেই অর্থে চাপ নেই। চাপ তখনই থাকে, যখন কিছু হারানোর ভয় থাকে। আমি রিল্যাক্স আছি।’

ভোটের আগে টানা প্রচার করেছেন বহরমপুরের বুকে। শেষ দফায় তৃণমূলে তারকা প্রচারকের তালিকাতেও ছিলেন তিনি। নিজের ভোট শেষ করে অন্যান্য জায়গাতেও ভোটের প্রচার করেছেন। আর এবার ভোট গণনার আগে পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরলেন মুর্শিদাবাদের বিভিন্ন দর্শনীয় স্থান। ভোটগণনার আগে সারাদিন পরিবারের সঙ্গেই সময় কাটালেন। হাজারদুয়ারি, ইমামবাড়া-সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান দর্শন করলেন।