Migrant Worker Death: মহরমের দিন সারিফুলের বাড়িতে এল ভয়ঙ্কর খবর!
Migrant Worker Death: পরিবার সূত্রে খবর, মৃত ওই শ্রমিকের নাম সারিফুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার কামালপুর গ্রামে। মৃত শ্রমিকের ছোট ছোট তিনটি ছেলে মেয়ে রয়েছে।

সামশেরগঞ্জ: শনিবার ছিল মহরম। আর পবিত্র এই দিনে বাংলার এক শ্রমিকের বাড়িতে এল দুঃখের খবর। ওড়িশায় কাজ করতে গিয়ে অসুস্থ। মৃত্যু হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এক শ্রমিকের। শুক্রবার সকালেই পুরী স্টেশন সংলগ্ন একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই শ্রমিকের।
পরিবার সূত্রে খবর, মৃত ওই শ্রমিকের নাম সারিফুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার কামালপুর গ্রামে। মৃত শ্রমিকের ছোট ছোট তিনটি ছেলে মেয়ে রয়েছে। শনিবারে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইদের পরেই শ্রমিকের কাজ করা উদ্দেশ্যে ওড়িশার পুরী গিয়েছিলেন সারিফুল ইসলাম। কিন্তু হঠাৎ শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে পড়লে বাড়ি ফিরে আসার তৎপরতা শুরু করেন তিনি। সহকর্মীরা একসঙ্গে স্টেশন অবধি গেলেও, ইদের জন্য কয়েকদিন আগেই যেহেতু ফিরেছেন তাই তাঁরা ছাড়তে আসেননি। ফলে একাই পুরী স্টেশন সংলগ্ন এলাকায় এসে পৌঁছন তিনি।
হঠাৎ স্টেশনে অসুস্থ হয়ে পড়লে আরপিএফ-এর আধিকারিকরা ওই শ্রমিককে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর খবর পরিবারে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। দেহ ময়নাতদন্ত এবং যাবতীয় কাজ সম্পন্ন শেষে শনিবার দুপুরেই মৃতদেহ বাড়িতে পৌঁছয়। বিকেলেই কবরস্থ করা হয় মৃতদেহ। এদিকে শ্রমিকের মৃত্যু হলেও তার ছোট ছোট তিন ছেলেমেয়ে নিয়ে কীভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মৃত শ্রমিকের স্ত্রী।





