Murshidabad: এই নিয়ে ৩ নম্বর! বিয়ের মণ্ডপ থেকে বর, বরের বাবাকে তুলে নিয়ে চলে গেল পুলিশ
Murshidabad: সোজা বিয়ের আসরে হানা দেয় পুলিশ। বর, বরের বাবা ও নাবালিকা ও নাবালিকার বাবাকে আটক করে নিয়ে যাওয়া হয় হয় থানায়। কয়েক মাস ধরেই নাবালিকার বিয়ে রোধে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন জেলার বাসিন্দারা।

সাগরপাড়া: বিয়ে করতে গিয়েই সোজা যেতে হল থানায়। এক্কেবারে বিয়ের মণ্ডপ থেকে নববধূকে তুলে নিয়ে গেল পুলিশ। ঠাঁই হল শ্রীঘরে। কিছুক্ষণ আগেও যেখানে ছিল এক্কেবারে উৎসবের মেজাজ, সেখানেই কিছু সময়ের মধ্যে সব ওলট-পালট। ঘটনা মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার। পুলিশ হাজির হতেই জোর শোরগোল গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্য়ায় বসেছিল বিয়ের আসর। খাওয়া-দাওয়াও শুরু হয়ে গিয়েছিল পুরোদমে। ইতিমধ্যে পুলিশের কাছে খবর আসে কনে রূপে যাকে দেখা যাচ্ছে সে আসলে নাবালিকা। খবর পাওয়া মাত্রই নড়েচড়ে বসে সাগরপাড়া থানার পুলিশ। মুহূর্তের মধ্যেই অ্যাকশন।
সোজা বিয়ের আসরে হানা দেয় পুলিশ। বর, বরের বাবা ও নাবালিকা ও নাবালিকার বাবাকে আটক করে নিয়ে যাওয়া হয় হয় থানায়। কয়েক মাস ধরেই নাবালিকার বিয়ে রোধে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। কয়েকদিন এলাকা থেকে তিনজন নাবালিকার বিয়ে আটকাল সাগরপাড়া থানার পুলিশ। পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন জেলার বাসিন্দারা। সাগরপাড়া থানাকে নিয়ে চর্চা চলছে পুলিশ মহলেও।





