মুর্শিদাবাদ: পরনে ছাপা শাড়ি। গ্রামের একটি বাড়িতে গিয়ে মাটির বারান্দায় বসে রয়েছেন তৃণমূল কর্মী নীলিমা দাস। একদম খুল্লামখুল্লা বলছেন, “আপনি আমায় কুড়ি হাজার টাকা দিন, আমি বাকিটা বুঝে নেব। আর কোনও দিকে তাকাতে হবে না আপনাকে….।” কীসের টাকা চাইছেন ওই তৃণমূল কর্মী? আবাস যোজনার ঘরের জন্য কাটমানি চাইছেন তিনি। আর তৃণমূল কর্মীর কাটমানি চাওয়ার সেই ভিডিয়ো পোস্ট করেছেন বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইছেন তিনি।
T – টাকা
M – মারা
C – কোম্পানিআসুন পরিচয় করি তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কাটমানি আদায়কারী’র সাথে।
ইনি হলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি – ২ ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯নং বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি নিলিমা দাস। গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে… pic.twitter.com/edztWHNfp5
— Suvendu Adhikari (@SuvenduWB) December 22, 2024
ঘটনাটি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি ২ ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯নং বুথের গাজীপুর গ্রামের। নীলিমা দেবী বর্তমানে বুথ সভাপতি। শুভেন্দুর পোস্ট করা ভিডিয়োয় নীলিমা দেবীকে বলতে শোনা গিয়েছে, “আমায় কুড়ি হাজার টাকা দিন। কোনও দিকে তাকাতে হবে না।” পাল্টা যে বাড়িতে গিয়ে তিনি টাকা চাইছিলেন, সেই বাড়ির লোকজন বলেন, “আপনাকে দশ হাজার দেব, অন্য লোক এসে বলবে তাঁকে দশ হাজার দেব। এত টাকা কোথা থেকে পাব?” এরপর নীলিমার প্রশ্ন, “আর কে আসছে টাকা চাইতে? এটা তো ঠিক কথা নয়। আমাদের বুথে আমরা ছাড়া আর কে আছে যে টাকা চাইতে আসছে…।”
এই ঘটনার পর অভিযোগকারী পরিবারের সঙ্গে যোগাযোগ করে টিভি ৯ বাংলা। এক মহিলা বলেন, “আমাদের কাছে ২০ হাজার টাকা দিয়েছে। আমায় জোর করে বলছে টাকা দাও। আমার একদিনে হাঁড়ি চাপে না। কোথা থেকে পাব টাকা?” অপরদিকে ওই তৃণমূল কর্মী আবার স্বীকার করে বলেন, “আমি তো কর্মী হিসাবে নতুন। অতটা অভিজ্ঞতা নেই। কী থেকে কী হয় অতটা জানি না। আমার ভুল হয়েছে।”