মুর্শিদাবাদ: বাংলাদেশ আবহে মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে দু’জন। সেই নিয়ে চলছে চর্চা। গোয়েন্দাদের কাছে একাধিক বিভিন্ন খবর আসছে। এরই মধ্যে এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল মুর্শিদাবাদে। দু’জনকে গ্রেফতার করল মুর্শিদাবাদের রানিতলা থানার পুলিশ। উল্লেখ্য, মুর্শিদাবাদে বোমা উদ্ধার কিংবা আগ্নেয়াস্ত্র নতুন কোনও ঘটনা নয়। তবে বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, সেই আবহে অস্থির পরিস্থিতি এ রাজ্যেও। তারপর দোসর আবার জঙ্গি। তাও আবার ঠিক এই জেলায়। এই পরিস্থিতিতে অস্ত্র উদ্ধারের এই ঘটনা নিতান্তই উল্লেখযোগ্য়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম আশিকুল শেখ ও জয়নাল শেখ। তাদের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। জানা গিয়েছে,আশিকুল ও জয়নাল আগ্নেয়াস্ত্রগুলি মুর্শিদাবাদের শেখপাড়া নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল।
গোপন সূত্রে পুলিশের কাছে আগেই খবর ছিল। সেই মতো রানিতলা থানার পুলিশ অভিযুক্তদের পাকড়াও করে। আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে। আজ ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। আশিকুল ও জয়নালের সঙ্গে আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে আর কে কে যুক্ত, আগ্নেয়াস্ত্র গুলো কী কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়ে তদন্ত করে দেখছে রানিতলা থানার পুলিশ।