Murshidabad: বাড়ি এসে যন্ত্রণায় আর উঠতে পারেনি, ৬ বছরের মেয়েটার মুখে অভিশপ্ত দুপুরের কথা শুনেই থানায় পরিবার

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Dec 24, 2024 | 8:38 PM

Murshidabad: বাড়ি ফিরে যন্ত্রণায় রীতিমতো কাতরাতে থাকে শিশুটিকে। বাড়ির লোকজনের কাছে পুরো ঘটনা খুলেও বলে। এরপরই আর দেরি না করে তড়িঘড়ি পুলিশে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযোগ পেতেই এলাকায় ছুটে যায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।

Murshidabad: বাড়ি এসে যন্ত্রণায় আর উঠতে পারেনি, ৬ বছরের মেয়েটার মুখে অভিশপ্ত দুপুরের কথা শুনেই থানায় পরিবার
প্রতীকী ছবি
Image Credit source: Getty Images

Follow Us

রঘুনাথগঞ্জ: খাবারের লোভ দেখিয়ে কচুবনে নিয়ে গিয়ে পাড়ারই ১২ বছরের কিশোরীকে লাগাতার ধর্ষণ করেছিল পাড়ার দাদু। তেইশ সালের চাঞ্চল্যকর ওই ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকায়। এদিনই ওই ঘটনায় ৬০ বছরের ওই বৃদ্ধকে কড়া সাজা দিয়েছে আদালত। এদিকে বিগত কয়েক মাসে রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা পর্যন্ত শুনিয়েছে আদালত। কিন্তু, তাতেও কী অবস্থার কোনও বদল হচ্ছে? ফিরছে সমাজের হুঁশ? 

এবার মুর্শিদাবাদে ৬০ বছরের বৃদ্ধের যৌন লালসার শিকার ৬ বছরের শিশু কন্যা। ধর্ষণের অভিযোগে ওই বৃদ্ধকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। অভিযোগ, বাড়ির পাশেই দুপুরে খেলা করছিল বাচ্চা মেয়েটা। আচমকা সেখানে আসেন ওই বৃদ্ধ। মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই শুরু হয় অকথ্য নির্যাতন। লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। 

বাড়ি ফিরে যন্ত্রণায় রীতিমতো কাতরাতে থাকে শিশুটিকে। বাড়ির লোকজনের কাছে পুরো ঘটনা খুলেও বলে। এরপরই আর দেরি না করে তড়িঘড়ি পুলিশে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযোগ পেতেই এলাকায় ছুটে যায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল খতিয়ে দেখার পর বৃদ্ধকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। এদিকে ঘটনার কথা চাউর হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজন। 

Next Article