Samserganj News: গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ, মার খেলেন এক সিভিক ভলান্টিয়ারও
Cattle Smuggling News: রাজ্য়ের সীমান্তবর্তী এলাকাগুলিতে গরুপাচার বরাবরের সমস্যা। যার সঙ্গে নাম জড়িয়েছে শাসক শিবিরের বহু নেতারও। এবার সেই গরু পাচার রুখতে গিয়েই আক্রান্ত হলেন সামশেরগঞ্জ থানার দুই পুলিশ কর্মী। শনিবার রাতের দিকে গোপন সূত্রে খবর পায় তাঁরা। ছুটে যায় ধানঘরা এলাকার দিকে।

সামশেরগঞ্জ: গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। ঝরল রক্ত। ঘটনা সামশেরগঞ্জের নিমতিতা ধানগরা এলাকার। সেখানে পাচারকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল পুলিশ। গুরুতর ভাবে আহত হলেন দু’জন। এলাকাজুড়ে তৈরি হল চরম উত্তেজনা। শেষমেশ জনসাধারণকে নিরাপত্তা প্রদানকারী পুলিশই পড়ল হামলার মুখে, শুনে হতবাক স্থানীয়রা।
রাজ্য়ের সীমান্তবর্তী এলাকাগুলিতে গরুপাচার বরাবরের সমস্যা। যার সঙ্গে নাম জড়িয়েছে শাসক শিবিরের বহু নেতারও। এবার সেই গরু পাচার রুখতে গিয়েই আক্রান্ত হলেন সামশেরগঞ্জ থানার পুলিশ। শনিবার রাতের দিকে গোপন সূত্রে খবর পায় তাঁরা। ছুটে যায় ধানঘরা এলাকার দিকে। বলে রাখা প্রয়োজন, এই ধানঘরা এলাকা পশ্চিমবঙ্গের একেবারে সীমান্তবর্তী অঞ্চলগুলির মধ্যে অন্য়তম। একেবারে বাংলাদেশের লাগোয়া। ধানঘরা দিয়ে কাঁটাতার পেরতেই পারলেই ওই পাশে রয়েছে রাজশাহী, পথও খুব একটা নয়। তাই পাচারকারীদের জন্য একেবারে ‘স্বর্গ রাজ্য’ হয়ে উঠেছে এই এলাকা। পুলিশের ধারণা, গতরাতে এই পথই ব্য়বহার করেই পালাতে চেয়েছিলেন অভিযুক্ত পাচারকারীরাও।
তাই আগেভাগেই সেখানে অভিযান চালায় সামশেরগঞ্জ থানার পুলিশ। পৌঁছেই হাতেনাতে ধরে পাচারকারীদের। এরপরই তৈরি হয় উত্তেজনা পরিস্থিতি। পুলিশের হাত থেকে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে যায় গরু পাচারকারীরা। তৈরি হয় হাতাহাতি পরিস্থিতি। আক্রান্ত হন এক পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার।
পাচারকারীদের হাতে আক্রান্ত হয়েই থেমে যাননি তাঁরা। ধরে রাখেন দু’জন অভিযুক্ত গরু পাচারকারীকে। নাম বাবর শেখ ও রামি শেখ। দুই অভিযুক্তের বাড়ি ওই ধানঘরা এলাকাতেই। পুলিশের আশঙ্কা, সম্ভবত এপারের এজেন্ট হিসাবেই কাজ করত তাঁরা। তবে আপাতত তাঁদের হাতেনাতে পাকড়াও করেছে পুলিশ। পাঠানো হয়েছে জঙ্গিপুর মহকুমা আদালতে। পুুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত আর সকল অভিযুক্তরা পালিয়ে যায়। উদ্ধার হয়েছে তিনটি গরু।
