সিপিএম করায় ‘মারধর’, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে উত্তপ্ত ডোমকল

Apr 02, 2021 | 3:39 PM

অভিযোগের আঙুল তৃণমূলের (Trinamool) দিকে। যদিও তাদের দাবি, জমি সংক্রান্ত ঝামেলার জেরেই এই ঘটনা।

সিপিএম করায় মারধর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে উত্তপ্ত ডোমকল
প্রতীকী চিত্র।

Follow Us

মুর্শিদাবাদ: ভোটের মুখে রাজনৈতিক উত্তেজনা ডোমকলে (Domkal)। সিপিএম করায় মারধরের অভিযোগ। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে।

ডোমকলের ১৫ নম্বর ওয়ার্ডের শেখালিপাড়া। সেখানকার সিপিএম কর্মী আবু লায়েসের অভিযোগ, এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আসরাফুল বিশ্বাসের নেতৃত্বে বৃহস্পতিবার এক দল তৃণমূল কর্মী তাঁর পরিবারের উপর চড়াও হয়। ভোটের জোট নিয়ে মূলত এই ঝামেলা বলে অভিযোগ। সিপিএমের অভিযোগ, এই হামলায় লায়েসের পাশাপাশি তাঁর মা ও ভাইও আহত হন। রাতেই ডোমকল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।

আরও পড়ুন: বয়াল নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা পড়ল দিল্লিতে

যদিও তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তৃণমূল এই ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়। জমি সংক্রান্ত ঝামেলার জেরেই এই গন্ডগোল বলে দাবি তাঁর। পাল্টা আহতের পরিবারের দাবি, জমি নিয়ে কোনও বিবাদ নয়। সিপিএম করার কারণে বেশ কিছুদিন ধরেই তাঁরা হুমকির মুখে। ডোমকল থানায় বিষয়টি জানানোও হয়। এরইমধ্যে এই হামলা।

Next Article