Raghunathgunj: মৃতদেহ দাহ করে ফেরার পথে শিউরে ওঠার মতো অভিজ্ঞতা, ঠকঠক করে কাঁপছেন সকলে…

Murshidabad: মৃতদেহ দাহ করে বাড়ি ফেরার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে রেফার করে দেওয়া হয় বহরমপুরে। জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন সঞ্জয় নামে এক যুবক জানান, "মরা পুড়িয়ে বাড়ি যাচ্ছিলাম। মাঝ রাস্তায় ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে আমাদের গাড়ির। কিছু বোঝার আগেই দেখি সকলে রাস্তায়।"

Raghunathgunj: মৃতদেহ দাহ করে ফেরার পথে শিউরে ওঠার মতো অভিজ্ঞতা, ঠকঠক করে কাঁপছেন সকলে...
প্রত্যক্ষদর্শীরা ঘটনার বিবরণ দিচ্ছেন। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 10:44 PM

মুর্শিদাবাদ: মৃতদেহ দাহ করে ফিরছিলেন শ্মশানযাত্রীরা। পথে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হল তিনজনের। আহত আরও বেশ কয়েকজন। শনিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ মুরারই রাজ্য সড়কের বাড়ালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহ দাহ করে পিকআপ ভ্যানে ফিরছিলেন প্রায় জনা ৩০ লোক। উল্টোদিক থেকে একটি পাথর বোঝাই ট্রাক্টর আসে। তাদেরই মুখোমুখি সংঘর্ষে এমন ভয়াবহ দুর্ঘটনা। তিনজনের মৃত্যুর পাশাপাশি কমবেশি ১৫ জন আহত হয়েছেন।

জানা গিয়েছে, জয়দেব মাল নামে এক ব্যক্তি মারা যান। তাঁকেই দাহ করতে বীরভূমের নলহাটি থেকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এসেছিলেন শ্মশানযাত্রীরা। নলহাটির পাইকপাড়া এলাকার বাসিন্দা সকলেই। সেই মৃতদেহ দাহ করে বাড়ি ফেরার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে রেফার করে দেওয়া হয় বহরমপুরে। জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন সঞ্জয় নামে এক যুবক জানান, “মরা পুড়িয়ে বাড়ি যাচ্ছিলাম। মাঝ রাস্তায় ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে আমাদের গাড়ির। কিছু বোঝার আগেই দেখি সকলে রাস্তায়।”

আরেক প্রত্যক্ষদর্শীর কথায়, “পাথরবোঝাই একটা ট্রাক্টর আসছিল। উল্টো দিক থেকে একটা পিকআপ ভ্যান যাচ্ছিল বীরভূমের দিকে। দুই গাড়ির ধাক্কা লাগে। গাড়িতে যাঁরা ছিলেন সব ছিটকে গিয়ে রাস্তায় পড়েন। অনেকেই ট্রাক্টরের নীচে চলে আসেন। এখনও অবধি তিনজন মারা গিয়েছেন। দু’জনকে রেফার করল বহরমপুরে। চারজনের এখানেই চিকিৎসা চলছে।”