মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী, আচমকা চলল গুলি!

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Aug 19, 2021 | 12:15 AM

TMC: নওদায় কাজ সেরে বাড়ি ফেরার পথে শাহাবুদ্দিন শেখ নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে অভিযোগ।

মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী, আচমকা চলল গুলি!
আক্রান্ত তৃণমূল কর্মী, নিজস্ব চিত্র

Follow Us

মুর্শিদাবাদ: ফের আক্রান্ত  তৃণমূল (TMC) কর্মী। নওদায় কাজ সেরে বাড়ি ফেরার পথে শাহাবুদ্দিন শেখ নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে অভিযোগ। গুলিটি সম্ভবত তৃণমূল কর্মীর ডানহাতে লেগেছে। বুধবার রাত দশটা নাগাদ নিজের মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। সেইসময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় শাহাবুদ্দিনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা গুলি করেছে তা স্পষ্ট নয়।

চিকিত্‍সকেরা জানিয়েছেন, আহত তৃণমূল (TMC) কর্মীর ডানহাতে গুলি লেগেছে। তবে গুলিটি দেহ ফুঁড়ে বেরিয়ে গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। আক্রান্ত তৃণমূল নেতা জানিয়েছেন, তাঁর কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না, তাই কে বা কারা গুলি করেছে তা স্পষ্ট নয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই স্বাধীনতা দিবসের দিন রানিনগরে তৃণমূল পঞ্চায়েত সভাপতির গাড়ি লক্ষ্য় করে বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ অস্বীকার করে বিরোধীরা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছিল বলে দাবি করেন তাঁরা। ইতিমধ্যেই রানিনগরে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় এসএসকেএমে মৃত্যু হয়েছে গাড়িচালকের। গুরুতর জখম তৃণমূল নেতার সঙ্গী নিরাপত্তারক্ষী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। এই পরিস্থিতিতে ফের একবার তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত নওদা।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাহিনা মুমতাজ বেগম (খান)। অন্য দিকে, বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন অনুপম মণ্ডল। বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে ছিলেন কংগ্রেসের মোশারফ হুসেন মণ্ডল। একুশের নির্বাচনে এই কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল। ২০১১ সাল থেকেই এই কেন্দ্রে বরাবর জয়ী হয়ে এসেছে কংগ্রেস। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আবু তাহের খান জিতেছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৬২ হাজার ৬৩৯৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের মাসুদ করিম। ২০২১-এই সম্পূর্ণ বদলে যায় চিত্রপট। নওদায় প্রথম জয়ের আস্বাদ পায় তৃণমূল। আরও পড়ুন: ‘ঝেঁকে ধরেছিল তালিবান, ভারতের পাসপোর্ট দেখাতেই…’ গলা ধরে আসে চুঁচুড়ার কাবুলিওয়ালার