Abhishek Banerjee: দলের নির্দেশ মানতেই হবে, গোষ্ঠীদ্বন্দ্বকে রেয়াত নয়, কড়া বার্তা অভিষেকের

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

May 07, 2023 | 7:22 PM

Murshidabad: ভগবানগোলায় দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা অভিষেকের। দলের নির্দেশ, প্রার্থী মানতে হবে।

Abhishek Banerjee: দলের নির্দেশ মানতেই হবে, গোষ্ঠীদ্বন্দ্বকে রেয়াত নয়, কড়া বার্তা অভিষেকের
বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি ফেসবুক।

Follow Us

মুর্শিদাবাদ: সাগরদিঘির উপনির্বাচনে হারের পর গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ মুর্শিদাবাদে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের স্পষ্ট বার্তা, ‘একে মানছি না ওকে মানছি না’ দলে মোটে বরদাস্ত করা হবে না। ভগবানগোলায় দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা অভিষেকের। দলের নির্দেশ, প্রার্থী মানতে হবে। সকলকে নিয়েই চলতে হবে, বার্তা দেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। সূত্রের খবর, একইসঙ্গে অভিষেক বলেন, সাগরদিঘি তাঁর মাথায় আছে। সাগরদিঘি নিয়ে ভেবে লাভ নেই। কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়ার বার্তা দেন তিনি। এদিন তিনি প্রশ্ন করেন, কিসের জন্য মাঝেমধ্যেই এত ক্ষোভ? সাগরদিঘি নিয়ে ভেবে বসে লাভ নেই। অধীর চৌধুরী বা কংগ্রেস যে কিছুই করেনি, তৃণমূল কংগ্রেস আগেও লড়েছে এখনও পাশে আছে, সে বার্তাই মানুষকে দিতে বলেন। একইসঙ্গে বলেন, সবাই সবাইকে নিয়ে চলুন। যারা পদাধিকারী আছেন, তাঁদের কাছে কোনও সমস্যা নিয়ে কেউ আসলে শুনুন। সেরকম হলে দলের শীর্ষ নেতৃত্বকে জানান।

জঙ্গিপুর সাংগঠনিক জেলা নেতৃত্বদের নিয়ে রবিবার বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। বিশেষত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু বিষয় আলোচনায় উঠে আসে। অভিষেক বলেন, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে। তার মানে মানুষ পাশে আছে। তাঁদের নিয়েই চলতে হবে। মানুষের পাশে যান, তাদের অভাব অসুবিধা শুনুন। কেন্দ্র কী আচরণ করছে সেটা তাঁদের বোঝান।

একইসঙ্গে ব্লকভিত্তিক সমস্যা নিয়েও আলোচনা করেন তিনি। বলেন, এখানে বারবার অভিযোগ ওঠে, ব্লক সভাপতি বিধায়কের কথা শোনেন না। এসব করা যাবে না। যার যার সমস্যা মিটিয়ে নিতে হবে। এত মানুষ আমাদের সঙ্গে রয়েছেন । তাদের স্বার্থে দলের দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে চলুন বলে দলকে পরামর্শ দেন অভিষেক। সূত্রের খবর, এই বৈঠকে ৩-৪ মাস বা অন্তত ৬ মাস পরপর সংগঠন নিয়ে অভিষেককে বসার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনিও রাজি হন তাতে।

Next Article