Farakka: বৌদির সঙ্গে কলতলার ঝামেলা, কথা কাটাকাটি থেকে প্রাণঘাতী কোপ
Murshidabad: এর আগেও অভিযুক্তদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ। তবে এদিন পরিস্থিতি প্রথম থেকেই নিয়ন্ত্রণের বাইরে ছিল।
মুর্শিদাবাদ: কলতলায় স্নান করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা। সেই বচসার জেরে ২৪ বছরের এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। ফরাক্কার (Farakka) অর্জুনপুরের জয়রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তুতো ভাইদের বিরুদ্ধে। জখম হয়েছেন দু’জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম ওবাইদুর শেখ। স্থানীয় সূত্রে খবর, ওবাইদুর শেখ ও তাঁর খুড়তুতো ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের ঝামেলা। এরইমধ্যে রবিবার দুপুরে পাড়ার কলে স্নান করতে যান ওবাইদুর। সঙ্গে তাঁর ভাইয়েরাও ছিলেন। সেই সময়ই দুই পরিবারের মধ্যে ঝামেলা বাধে।
মুহূর্তে এই বচসা দুই পক্ষের হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, সেই সময় ওবাইদুর ও তাঁর ভাই ইকবাল শেখ, মনসুর শেখকে ছুরি দিয়ে আঘাত করেন আরেক কাকার ছেলেরা। গুরুতর জখম অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন ওবাইদুর, ইকবাল, মনসুর। পরিবারের লোকজন তাঁদের তড়িঘড়ি বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
সেখানেই চিকিৎসকরা ওবাইদুর শেখকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে মনসুর শেখ ও ইকবাল শেখকে জঙ্গিপুর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ওবাইদুরের এক ভাই আজিজুর রহমানের কথায়, “ছোটবেলা থেকে পাড়ার এই কলেই আমরা স্নান করি। ওটা আমাদেরও কল না, ওদেরও কল না। সরকারি কল। এর আগেও ঝামেলা করেছে। এদিন আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম। ওবাইদুর বাড়িতে ছিল। যারা মেরেছে ওরা আমাদের বড় কাকার পরিবার। এদিন প্রথমে বৌদি ঝামেলা শুরু করে। তারপর ওদের বাড়ির লোকজনকে ডেকে আনে। তারপরই এই ঘটনা।” যদিও যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।