Murshidabad Crime: বাড়ির বৌ-কে প্রেমের প্রস্তাব, রাজি না হওয়ায় গৃহবধূকে ‘খুন’ ৫০ বছরের ব্যক্তির

Murshidabad: জানা গিয়েছে,দীর্ঘদিন থেকে গৃহবধূ রূপসা বিবিকে প্রেমের প্রস্তাব দিতেন ওই এলাকার সমশের শেখ (৫০)। অভিযোগ, মাঝে মধ্যেই তিনি ওই গৃহবধূকে ফোনে জ্বালাতন করতেন তিনি।

Murshidabad Crime: বাড়ির বৌ-কে প্রেমের প্রস্তাব, রাজি না হওয়ায় গৃহবধূকে 'খুন' ৫০ বছরের ব্যক্তির
(নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 5:46 PM

মুর্শিদাবাদ: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। মৃতের নাম রূপসা বিবি (৪৭)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের সরংপুর এলাকায়। ঘটনার পর হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ।

জানা গিয়েছে,দীর্ঘদিন থেকে গৃহবধূ রূপসা বিবিকে প্রেমের প্রস্তাব দিতেন ওই এলাকার সমশের শেখ (৫০)। অভিযোগ, মাঝে মধ্যেই তিনি ওই গৃহবধূকে ফোনে জ্বালাতন করতেন তিনি। এই ঘটনা বাড়ির কর্তা তথা ওই গৃহবধূর স্বামী আবুল কালাম মণ্ডল জানতে পারেন। এরপর সামশেরকে সতর্ক করতে থাকেন তিনি। এরপর আজ (রবিবার) মাঠে কাজে যান কালাম মণ্ডল। সেই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করেন তিনি। এমনটাই দাবি করেন গৃহবধূর স্বামী। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরেই উত্তক্ত্য করছিল। বারণ করা সত্ত্বেও শোনেনি। সেই কারণে আজ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে মহিলাকে খুন করল।”