Murder: স্ত্রী-মেয়ের একাধিক সম্পর্কে বাধা দেওয়ায় খুন, যাবজ্জীবন ২ জনের

Mahadeb Kundu | Edited By: সঞ্জয় পাইকার

Sep 21, 2024 | 8:43 PM

Murder: সরকারি আইনজীবী বলেন, "২০১৫ সালের ১৩ নভেম্বর ভোর চারটেয় মঙ্গল বসাক খবর পান যে সমর বসাক গুরুতর অসুস্থ। খবর পেয়ে বাড়ি গিয়ে দেখেন, সমর বসাক বিছানায় পড়ে রয়েছেন। তাঁর মাথা রক্তাক্ত। গলায় ফাঁসের দাগ। ঘরের মধ্যেই দাঁড়িয়ে রয়েছেন সমর বসাকের স্ত্রী ও মেয়ে।"

Murder: স্ত্রী-মেয়ের একাধিক সম্পর্কে বাধা দেওয়ায় খুন, যাবজ্জীবন ২ জনের
দোষী সাব্যস্ত মা-মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

Follow Us

রানাঘাট: স্ত্রী-মেয়ের একাধিক সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিলেন। বাধা দেন ২ জনকে। তার জেরেই এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠে স্ত্রী ও কন্যার বিরুদ্ধে। ঘটনার ৯ বছর পর ওই মামলায় ২ জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল রানাঘাট আদালত। দোষী সাব্যস্ত মা ও মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক সৌমেন গুপ্ত।

সরকারি আইনজীবী অপূর্ব কুমার ভদ্র জানান, ২০১৫ সালের নভেম্বরে ফুলিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা সমর বসাক নামে ওই ব্যক্তিকে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তাঁর পরিবারের সদস্যরা। পরে ওই ব্যক্তিকে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সেই ঘটনায় মৃত ব্যক্তির ভাই মঙ্গল বসাক শান্তিপুর থানায় সমর বসাকের স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।

সরকারি আইনজীবী বলেন, “২০১৫ সালের ১৩ নভেম্বর ভোর চারটেয় মঙ্গল বসাক খবর পান যে সমর বসাক গুরুতর অসুস্থ। খবর পেয়ে বাড়ি গিয়ে দেখেন, সমর বসাক বিছানায় পড়ে রয়েছেন। তাঁর মাথা রক্তাক্ত। গলায় ফাঁসের দাগ। ঘরের মধ্যেই দাঁড়িয়ে রয়েছেন সমর বসাকের স্ত্রী ও মেয়ে। তাঁদের মধ্যে কোনও শোক-তাপ দেখা যায়নি। এরপরই সন্দেহ হওয়ায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন মঙ্গল বসাক।”

এই খবরটিও পড়ুন

ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, ভারী কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। তার পর মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাঁস দেওয়া হয়েছে। মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষীরা বলেন, দুই অভিযুক্তের একাধিক সম্পর্ক ছিল। সমর বসাক এর বিরোধিতা করেন। তখন মা-মেয়ে তাঁকে মাথায় আঘাত করেন। এবং মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাঁস দেন।

আর সেই সাক্ষ্যদানের ভিত্তিতে ঘটনার প্রায় ৯ বছরের মাথায় শুক্রবার মৃত ব্যক্তির স্ত্রী ও মেয়েকে দোষী সাব্যস্ত করে রানাঘাট অতিরিক্ত জেলা দায়রা আদালত। আর শনিবার সেই মামলায় দোষী সাব্যস্ত ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক সৌমেন গুপ্ত। ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ২ মাস জেলের নির্দেশ দেন বিচারক।

Next Article