Abhishek Banerjee: অভিষেকেকে নেতাজি বলে সম্বোধন করে পড়ল পোস্টার

Mahadeb Kundu | Edited By: জয়দীপ দাস

Jun 08, 2023 | 6:30 PM

Abhishek Banerjee: স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ৬০ দিনের কর্মসূচি পালন করছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক। বর্তমানে এমন কর্মসূচি কোনও দলের নেতৃত্ব পালন করতে পারেননি। তাই তাঁরা নেতাজি বলে ডাকছেন।

Abhishek Banerjee: অভিষেকেকে নেতাজি বলে সম্বোধন করে পড়ল পোস্টার
পোস্টার ঘিরে শুরু চর্চা

Follow Us

নদিয়া: ৮ জুলাই রাজ্যে হতে পারে পঞ্চায়েত। রাজ্যে নির্বাচন কমিশন সূত্রে মিলছে এমনই খবর। শেষ মুহূর্তের প্রচার সারতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে শাসক-বিরোধী সবপক্ষই। নবজোয়ার (Nabojoyar) কর্মসূচিতে গোটা রাজ্যে ঘুরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরইমধ্যে অভিষেককে নেতাজি বলে পোস্টার ঘিরে চাঞ্চল্য। এদিন নদিয়ার হরিণঘাটা এলাকায় এই পোস্টার দেখা গিয়েছে বলে খবর। যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর শোরগোল। 

একদিন আগেই ছিলেন হুগলিতে। নবজোয়ার কর্মসূচিতে বৃহস্পতিবার ও শুক্রবার নদিয়ায় থাকছেন তৃণমূলের সেকেন্ড-ইন কমান্ড। অভিষেককে স্বাগত জানাতেই অভিষেককে নেতাজি সম্বোধন করে পোস্টার দিয়েছেন দলীয় কর্মীরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ৬০ দিনের কর্মসূচি পালন করছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক। বর্তমানে এমন কর্মসূচি কোনও দলের নেতৃত্ব পালন করতে পারেননি। তাঁর দক্ষতা কারণেই তিনি আজ বর্তমানে দলের নেতাজি। যদিও কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। 

এলাকার বাম নেতা দিলীপ বসু বলেন, “নেতাজি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কিন্তু, অভিষেক কবে সংগ্রাম করল? কবে নেতা হল? ও কী করেছে ও? নেতাজিকে কোনওদিন কোনও সংস্থা ডেকে পাঠিয়েছে? অভিষেককে পাঠাচ্ছে। আসলে তৃণমূল তো এরকমই দল। ওরা তো রবীন্দ্রনাথকে অপমান করে। রবীন্দ্রনাথের উপরে মমতার ফটো ঠাঁই পায়। এদের সম্পর্কে যত কম বলা যায় ততই ভাল।” পাল্টা তৃণমূল নেতা উত্তম সাহা বলেন, “বিরোধীদের অপপ্রচারে আমরা কান দিই না। উনি আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই হিসাবে আমরা ওনাকে নেতাজি বলে আখ্যা দিয়েছি। উনি যেভাবে দলে রাজ্য ও সর্বভারতীয় স্তরে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে আমরা ওনাকে নেতাজি বলে ডেকেছি।”  

Next Article