Sukanta Majumdar: ‘ভাগ্য জোরে বেঁচে গিয়েছি’, কনভয় দুর্ঘটনার পর বললেন সুকান্ত

Mahadeb Kundu | Edited By: সায়নী জোয়ারদার

Mar 03, 2024 | 7:23 PM

Santipur: শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। জাতীয় সড়কে কাজ চলছে। সে কারণেই কোনওভাবে এই দুর্ঘটনা বলে খবর। তবে সুরক্ষিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ।

Sukanta Majumdar: ভাগ্য জোরে বেঁচে গিয়েছি, কনভয় দুর্ঘটনার পর বললেন সুকান্ত
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নদিয়া: দুর্ঘটনার কবলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়। কলকাতা থেকে ধুবুলিয়া যাচ্ছিলেন তিনি। এক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য রবিবার ধুবুলিয়া যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। জাতীয় সড়কে কাজ চলছে। তাতেই এই দুর্ঘটনা। সুরক্ষিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ। তবে তিনজন আহত হয়েছেন।

সুকান্ত মজুমদারের কথায়, “তদন্ত হওয়া দরকার। কেন একটা বাস এভাবে স্লো হল তা জানা দরকার। জানতে হবে কেন এই দুর্ঘটনা ঘটানো হল। পুলিশ ছিল না। ব্যারিকেড তৈরি করা ছিল। আমাদের ৩-৪ জনের লেগেছে। আমি ভাগ্য জোরে বেঁচে গিয়েছি। এর তদন্ত হওয়া উচিত। বারবার কেন আমার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটছে।”

শনিবারই বিজেপি এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২০টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আবারও বালুরঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই প্রচারপর্ব শুরু হয়ে গিয়েছে। তবে সুকান্ত যেহেতু রাজ্য সভাপতিও, ফলে রাজ্যের অন্যান্য কেন্দ্রেও প্রচারে যাওয়ার কথা তাঁর। চরম ব্যস্ততা শুরু। তার মধ্যেই তাঁর কনভয় এমন বিপদের মুখে।

জানা গিয়েছে, ধুবুলিয়ায় একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সুকান্ত মজুমদার। সেই পথেই এমন বিপত্তি হয়। খবর সামনে আসতেই উদ্বেগ ছড়ায় দলের অন্দরে। বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা খোঁজ খবর নেওয়া শুরু করেন। তাঁর সুরক্ষিত থাকার খবরে স্বস্তি দলের অন্দরে।

Next Article