BSF Jawan Suicide: নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালালেন মাথায়, মৃত্যু BSF জওয়ানের

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 23, 2023 | 10:23 AM

BSF Jawan Suicide: বিএসএফ সূত্রে খবর, চাপড়া থানার হৃদয়পুর সীমান্তে ৮২ নম্বর ব্যাটালিয়ানে ছিলেন। বুধবারও নিত্যদিনের মতো কর্তব্য পালন করছিলেন ওই বিএসএফ জওয়ান। তবে সাড়ে পাঁচটা নাগাদ আচমকা গুলির শব্দ শুনতে পান অন্য জওয়ানরা।

BSF Jawan Suicide: নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালালেন মাথায়, মৃত্যু BSF জওয়ানের
শক্তিনগর জেলা হাসপাতাল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

চাপড়া: নিজের সার্ভিস লাইসেন্স রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান। ওই ব্যক্তি চাপড়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর সীমান্তে কর্মরত ছিলেন ওই জওয়ান। মৃতের নাম মনমোহন সিং (৩৫)। তাঁর বাড়ি রাজস্থানের জয়পুরে।

বিএসএফ সূত্রে খবর, চাপড়া থানার হৃদয়পুর সীমান্তে ৮২ নম্বর ব্যাটালিয়ানে ছিলেন। বুধবারও নিত্যদিনের মতো কর্তব্য পালন করছিলেন ওই বিএসএফ জওয়ান। তবে সাড়ে পাঁচটা নাগাদ আচমকা গুলির শব্দ শুনতে পান অন্য জওয়ানরা। কী হয়েছে বুঝে ওঠার আগেই দেখেন সীমান্তের ২০৫ নম্বর পয়েন্ট এলাকায় মাটিতে পড়ে রয়েছেন তিনি। মাথা থেকে গলগল করে বেরিয়ে আসছে রক্ত। খবর ছড়িয়ে পড়ে সঙ্গে-সঙ্গে।

এরপর আর দেরী করেননি বাকি জওয়ানরা। তাঁরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন মনমোহন সিং-কে। চিকিৎসার জন্য ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ওই জওয়ানের। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কী কারণে এই এমন কাজ, মানসিক অবসাদের ভুগছিলেন কি না সব দিক বিচার করে দেখা হচ্ছে।

 

 

Next Article