AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Raid in Nadia: জাল পাসপোর্ট মামলায় নদিয়ায় কাঠ মিস্ত্রির বাড়িতে ED Raid, আটক ৩

Fake Passport Case: জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে। সেই সময় ইডি আজাদের সূত্র ধরেই উত্তর ২৪ পরগনা ও নদিয়ার গেদে সীমান্ত এলাকার বিস্তীর্ণ অংশে তল্লাশি চালিয়েছিল। আজকের তল্লাশিও সেই সূত্র ধরেই।

ED Raid in Nadia: জাল পাসপোর্ট মামলায় নদিয়ায় কাঠ মিস্ত্রির বাড়িতে ED Raid, আটক ৩
চলছে ইডির তল্লাশি।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 03, 2025 | 11:21 AM
Share

নদিয়া: অ্যাকশন মোডে ইডি। জাল পাসপোর্ট কাণ্ডে কোমর বেঁধে নেমেছে ইডি (ED Raid)। চলছে তল্লাশি। এবার হানা নদিয়ার চাকদহে। তাও এবার এক কাঠ মিস্ত্রির বাড়িতে। টিনের ছাউনি দেওয়া মাটির বাড়ির ভিতরে কী রয়েছে? ঘণ্টার পর ঘণ্টা ধরে তল্লাশি-জেরা চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এ দিন সকালেই নদিয়ার চাকদার পরারি গ্রামে পৌঁছে যায় ইডি টিম। সোজা গিয়ে হাজির হন বিপ্লব সরকার নামে এক কাঠ মিস্ত্রির বাড়িতে। আপাতদৃষ্টিতে অতি সাধারণ দেখতে এই মাটির বাড়িতে ঢুকেই শুরু হয় তল্লাশি। ইডি টিমের হাতে এসেছে পাসপোর্টও। কোথা থেকে, কীভাবে তৈরি করা হয়েছে এই পাসপোর্ট, তা খতিয়ে দেখছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। পাসপোর্ট ব্যবহার করে তারা কোথায় কোথায় গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে। সেই সময় ইডি আজাদের সূত্র ধরেই উত্তর ২৪ পরগনা ও নদিয়ার গেদে সীমান্ত এলাকার বিস্তীর্ণ অংশে তল্লাশি চালিয়েছিল। আজকের তল্লাশিও সেই সূত্র ধরেই। সম্প্রতি নদিয়া থেকে ইন্দুভূষণ হালদার নামে এক অভিযুক্ত গ্রেফতার হয় পাসপোর্ট জালিয়াতির মামলায়। আজাদ মল্লিকের ভারতীয় পাসপোর্ট রিনিউ করে দিয়েছিল ইন্দুভূষণ।

এই ইন্দুভূষণের সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে বিপ্লব সরকারের। জানা গিয়েছে, ভুয়ো পাসপোর্ট মামলায় ধৃত ইন্দুভূষণের চাকদহের সাইবার ক্যাফে থেকে প্রায় সাড়ে তিনশো ভুয়ো পাসপোর্টের আবেদন করা হয়েছিল। সেই সূত্র ধরেই বিপ্লব সরকারের বাড়িতে ইডির হানা। পেশায় কাঠ মিস্ত্রি হিসেবে কাজ করলেও, তাঁর বাংলাদেশি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তার কারণ, ইন্দ্রভুষণ বেশ কিছু ক্ষেত্রে নকল সচিত্র পরিচয় পত্র তৈরির করার কাজও চালাত।

বিপ্লব সরকারের পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি এবং তাঁর যাবতীয় ব‍্যাঙ্ক ট্রানজাকশন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁর ভাই বিপুল সরকার এবং তাদের পরিবারের সদস্যদের নথি, পাসপোর্ট খতিয়ে দেখছেন আধিকারিকরা। দেখা হচ্ছে তাদেরও ট্রাভেল হিস্ট্রি। কোথা থেকে পাসপোর্ট পেয়েছেন, তাও খুঁটিয়ে দেখা হচ্ছে। মোবাইলও পরীক্ষা করা হচ্ছে। ঘণ্টাখানেক ধরে তল্লাশি-জিজ্ঞাসাবাদ চলছে ইডির।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপ্লব ও বিপুল-দুই ভাই কাঠ মিস্ত্রির কাজ করতেন। ইডি আধিকারিকরা বাড়ি থেকে সমস্ত নথি এনে বাইরে বসে যাচাই করছেন এখনও।