শান্তিপুর: গভীর রাতে আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া স্টেশন সংলগ্ন এলাকায়। দমকলের দুটি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে পরে সেই আগুন ছড়িয়ে পড়ে। ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ফুলিয়া স্টেশন যাওয়ার পথে রাস্তার দুই ধারে রয়েছে অনেক খাবারের দোকান, পাশাপাশি প্রচুর জামা কাপড়ের দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গতকাল গভীর রাতে বিকট শব্দ শোনা যায়। তারপরেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরে দমকলে খবর দেওয়া হলে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর নেই।
আরও পড়ুন: ‘ভাইজানের দল করে বলেই মার!’, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়
এলাকার এক দোকানদার কার্তিক পাল জানিয়েছেন, রাত বারোটা নাগাদ দোকানে আগুন লাগার খবর পান তিনি। বাড়িতে তখন খাওয়া-দাওয়া সেরে বিশ্রাম নিচ্ছিলেন কার্তিক বাবু। খবর পেয়ে ছুটে আসেন সাইকেল নিয়ে। ততক্ষণে সবশেষ। পুড়ে ছাই হয়ে গিয়েছে তার দোকান। অনেক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরেক দোকানদার জানান, তাঁকেও রাত ১২ টা নাগাদ খবর দেওয়া হয়। তিনিও এসে দেখেন তার সেলুন পুড়ে গিয়েছে। তিনি জানান তাঁর সেলুনের পাশেই ছিল চায়ের দোকান। আর সেই দোকানের সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ড বলে মনে করছেন তিনি।