Nadia: ‘বউ ফেরত চাই’, ধরনায় স্বামী, কারণ শুনে প্রতিবেশীরা অবাক

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 02, 2023 | 4:36 PM

Nadia: স্থানীয় সূত্রে খবর, নদীয়ার হবিবপুরের বাসিন্দা অনুপ কুমার মজুমদার। তাঁর সঙ্গে বিয়ে হয় শান্তিপুরের সূত্রাগড় দু'নম্বর কলোনির সুচন্দা বিশ্বাসের।

Nadia: বউ ফেরত চাই, ধরনায় স্বামী, কারণ শুনে প্রতিবেশীরা অবাক
ধরনায় যুবক (নিজস্ব চিত্র)

Follow Us

নদিয়া: শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসলেন জামাই। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ধরনা দিতে দেখা গেল তাঁকে। সংশ্লিষ্ট প্ল্যাকার্ডে লেখা, ‘বউ ফেরত চাই, ছেলে ফেরত চাই,চাই আমার গাড়ি’। নদিয়ার হবিবপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। বেশ কয়েক ঘণ্টা এই ভাবেই প্ল্যাকার্ড ঝুলিয়ে ধরনা দিতে দেখা গেল ওই যুবককে।

স্থানীয় সূত্রে খবর, নদীয়ার হবিবপুরের বাসিন্দা অনুপ কুমার মজুমদার। তাঁর সঙ্গে বিয়ে হয় শান্তিপুরের সূত্রাগড় দু’নম্বর কলোনির সুচন্দ্রা বিশ্বাসের। অভিযোগ, সুচন্দ্রাদেবীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা জানতে পারার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে লাগাতার অশান্তি চলত। এ দিকে, স্ত্রীকে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেই ঝগড়া আরও বেড়ে যেতে বলে জানায় অনুপ। এই পরিস্থিতিতে দু’জনের মধ্যে তৈরি হয় দূরত্ব। এরপর সুচন্দ্রা তাঁর বাপের বাড়ি চলে আসেন। তবে অনুপের দাবি তিনি একাধিকার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন।

এ দিকে, স্বামীর নামে খোর-পোশের মামলা দায়ের করেন সুচন্দ্রা। তবে অনুপের অভিযোগ, স্ত্রী সুচন্দ্রা তাঁর কাছে মামলা তুলে নেওয়ার জন্য এক লক্ষ টাকা দাবি করেন। সেই মামলা থেকে রেহাই পেতে এক লক্ষ টাকা দিয়েও দেন তিনি। তারপরেও খোরপোশের মামলা তোলেনি স্ত্রী সুচন্দ্রা। এরপর রবিবার বাধ্য হয়েই একপ্রকার শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন তিনি।

এই ঘটনায় আগে অনুপের বিরুদ্ধে খোরপোশের মামলা দায়ের হলেও স্ত্রী সুচন্দ্রার বিরুদ্ধে আজ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে সুচন্দর বাবার বাড়ির পক্ষ থেকে অভিযোগ করেছে যে তাঁদের জামাই অনুপ মজুমদার সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে সুচন্দ্ররার নামে।বিয়ের পর থেকেই প্রতিনিয়ত অত্যাচার করে সুচন্দ্রাকে। সেই অত্যাচারের হাত থেকে রেহাই পেতেই বাবার বাড়িতে এসে আশ্রয় নেয় সুচন্দ্রা। জামাইকে উপযুক্ত শান্তি দিতেই এই খোরপোশের মামলা দায়ের করেছেন তাঁরা। অপরদিকে, সুচন্দ্রা তাঁর স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও তুলেছেন।

তবে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসার কারণে অনেকটাই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এছাড়াও তৈরি হয়েছে সরগরম পরিস্থিতি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

 

 

 

 

Next Article