নদিয়া: রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন চালকলের মালিক মালিক বাকিবুর রহমান। আপাতত জেল হেফাজতেই দিন কাটছে তাঁর। এবার নদিয়ার শিমুলিয়ায় তাঁর রাইস মিলের সামনে থেকে উদ্ধার হয়েছে পোড়া কাগজ। যা দেখে প্রশ্ন উঠছে, তাহলে কোথাও কি কোনও তথ্য লোপাটের চেষ্টা করা হচ্ছিল?
ইডি আসার আগে বাকিবুরের রাইস মিলে হানা দেয় ইনকাম ট্যাক্স দফতর। সেই সময়ও তারা বেশ কিছু নথিপত্র জোগাড় করে। এরপর ইডি হানা দেয় এই রাইস মিলে। তারপরই গ্রেফতার হয় বাকিবুর। রবিবার বাকিবুরের শিমুলিয়ায় অবস্থিত রাইস মিলের সামনে কিছু পোড়া কাগজ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পোড়া কাগজগুলি থেকে স্পষ্ট বোঝা না গেলেও বোঝা যাচ্ছে খাদ্য দফতরেরই কোনও নথি বা কোনও চালান। এলাকাবাসীর দাবি, ইডি আধিকারিকদের হাত লাগার আগেই গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “এটা তো বাকিবুরের রাইস মিস। প্রায় দু’বছর হয়ে গেছে এই মিল গড়ে উঠেছে। আমরা কানাঘুষো শুনছি এখানে পুরনো কাগজ সব পুড়িয়ে দিয়েছে। কারা পুড়িয়েছে জানি না।”
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, যে জমিতে রাইস মিল গড়ে উঠেছে তার মালিক সঞ্জয় মণ্ডল। বাকিবুর তিন বছর আগে এই সঞ্জয়ের কাছ থেকে জমিটি চড়া দামে কেনেন। জায়গা বিক্রি করে সঞ্জয় বারাসত চলে যান।