Nadia: সম্প্রীতির বাংলা! ফটিক গোঁসাইয়ের দেহ কাঁধে তুলে নিলেন শাহবুদ্দিন শেখরা…

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 04, 2024 | 2:04 PM

Nadia: জানা গিয়েছে, রবিবার ওই গ্রামেরই হিন্দু পরিবারের ফটিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়। দূর-দূরান্তে তাঁর কেউ ছিল না বলে খবর। ভিক্ষা করেই দিন কাটাতেন তিনি। তাঁরই শেষকৃত্য সম্পন্ন করতে এগিয়ে আসেন গ্রামেরই একাংশ মুসলিম পরিবার।

Nadia: সম্প্রীতির বাংলা! ফটিক গোঁসাইয়ের দেহ কাঁধে তুলে নিলেন শাহবুদ্দিন শেখরা...
নদিয়ায় সম্প্রীতির নজর!
Image Credit source: Tv9 Bangla

Follow Us

চাপড়া: নদিয়া জেলার এই গ্রামে মুসলিম সম্প্রদায়ের মানুষ মূলত থাকেন। হিন্দু পরিবার হাতে গোনা। কিন্তু তাতে কী! গ্রামে মিলে মিশে থাকেন ওঁরা। আর তাই আবারও এক সম্প্রীতি নিদর্শন দেখল চোপড়া। সেখানে তালুখোদা গ্রামের এক হিন্দু পরিবারের শবযাত্রায় কাঁধ দিলেন মুসলিম যুবকরা।

জানা গিয়েছে, রবিবার ওই গ্রামেরই হিন্দু পরিবারের ফটিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়। দূর-দূরান্তে তাঁর কেউ ছিল না বলে খবর। ভিক্ষা করেই দিন কাটাতেন তিনি। তাঁরই শেষকৃত্য সম্পন্ন করতে এগিয়ে আসেন গ্রামেরই একাংশ মুসলিম পরিবার। মৃতদেহকে কাঁধে নিয়ে শ্মশানে যান তাঁরা। প্রত্যেকেই এগিয়ে আসেন সাহায্যে।

শাহবুদ্দিন শেখ নামে স্থানীয় বাসিন্দা বলেন, “ফটিক নামের একজন মারা গিয়েছেন। ও খুবই গরিব ঘরের। আমাদের এলাকা তো মুসলিম অধ্যুষিত। তাই এখানকার সকল মুসলিম ভাইরা ওর সৎকারের কাজে এগিয়ে গিয়েছেন।” অপরদিকে, মৃতের পরিবারের এক আত্মীয় আনন্দ দাস বলেন, “ও ভিক্ষা করে খেত। ওঁর সৎকারের সব ব্যবস্থা এলাকার মুসলিমরা করেছে।” আরও এক ব্যক্তি বলেন, “এখানে যা আছে সব বেশির ভাগই মুসলিম। হিন্দুর সংখ্যা কম। তাই আমরাই যাবতীয় কাজ করছি। ওর সৎকারের জন্য টাকা পয়সা তুলছি। নবদ্বীপ নিয়ে যাব।”

Next Article