Nadia Death: বৌদির মৃত্যুর তিনদিন পর নিমগাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী দেওর

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 05, 2023 | 1:28 PM

Nadia: মৃতের নাম চন্দন দেবনাথ। বুধবার সকালে বাড়ির পাশেই একটি নিমগাছে তার দেহ ঝুলতে থাকে স্থানীয় বাসিন্দারা।

Nadia Death: বৌদির মৃত্যুর তিনদিন পর নিমগাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী দেওর
সন্তানহারা মা (নিজস্ব চিত্র)

Follow Us

নদিয়া: গত তিনদিন আগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন বৌদি। কলকাতায় বৌদির দেহ সৎকার করে বাড়ি ফেরার পথে চরম সিদ্ধান্ত নিলেন দেওর। বাড়ি ফিরে গলায় ফাঁস লাগালেন তিনিও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার চরব্রহ্মনগর পূর্ব পাড়া এলাকার।

মৃতের নাম চন্দন দেবনাথ। বুধবার সকালে বাড়ির পাশেই একটি নিমগাছে তার দেহ ঝুলতে থাকে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে নিয়ে প্রথমে নবদ্বীপ সে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করে। এরপরই মৃত দেওয়াটি ময়নাতদন্তের জন্য পাঠানো শক্তি নগর জেলা হাসপাতালে।

সূত্রের খবর, তিনদিন আগেই ওই যুবকের বৌদি নিষ্কৃতী দেবনাথ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। আর গতকাল একইভাবে দেওর চন্দন দেবনাথ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করায় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তবে স্থানীয় সূত্রে খবর বৌদির সাথে সম্ভবত বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই কারণে বৌদির মৃত্যুর পর দেওর আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ। এই বিষয়ে মৃতের দাদা বলেন, “আশেপাশের লোকজন বলেই যাচ্ছিল নিমগাছে কেউ আত্মহত্যা করেছে। আমিও দেখতে যাই। তারপর দেখি আমার ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।”

Next Article