Liquor Selling: চা-এর দোকানে বিক্রি হচ্ছে মদ! তেড়ে এলেন মহিলারা

Mahadeb Kundu | Edited By: জয়দীপ দাস

Feb 10, 2024 | 6:07 PM

Liquor Shop: এলাকার পরিবেশ বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ ওঠে বারবার। স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে এই মদ বিক্রি করার প্রতিবাদ জানাচ্ছিলেন। এলাকার পক্ষ থেকে কোতোয়ালি থানার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল, অথচ কোনওভাবেই মদ বিক্রি বন্ধ হয়নি বলে অভিযোগ।

Liquor Selling: চা-এর দোকানে বিক্রি হচ্ছে মদ! তেড়ে এলেন মহিলারা
উত্তেজনা এলাকায়
Image Credit source: Facebook

Follow Us

কৃষ্ণনগর: সবাই জানত চায়ের দোকান চলছে, অথচ সেখানেই বিক্রি হত মদ! প্রতিবাদ জানিয়েও বন্ধ হয়নি বেআইনি মদ বিক্রি। এমনটাই অভিযোগ এলাকাবাসীর। বৃহস্পতিবার এলাকার মহিলারা একত্রিত হয়ে ভাঙচুর চালান সেই মদের দোকান। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটি ঘটে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার শিবপাড়া এলাকায়।

অভিযোগ, নদিয়ার কৃষ্ণনগরে ১৭ নম্বর ওয়ার্ডের শঙ্কর মিশন শিবপাড়া এলাকায় এক ব্যক্তির অস্থায়ী ঘর তৈরি করে সেখানে চায়ের দোকান করবে বলে। তারপর সেখানে ওই ব্যক্তি বসবাস করছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরপর চায়ের দোকানের পরিবর্তে ওই দোকানেই নাকি শুরু হয়ে যায় মদ বিক্রি! বেআইনি মদ বিক্রি শুরু হয় বলে অভিযোগ। বাসিন্দারা বলছেন, ওই দোকান খোলার পর থেকেই এলাকায় শুরু হয়েছিল বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, শুরু হয়েছিল অচেনা মানুষের আনাগোনা।

এলাকার পরিবেশ বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ ওঠে বারবার। স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে এই মদ বিক্রি করার প্রতিবাদ জানাচ্ছিলেন। এলাকার পক্ষ থেকে কোতোয়ালি থানার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল, অথচ কোনওভাবেই মদ বিক্রি বন্ধ হয়নি বলে অভিযোগ। সেই কারণেই এলাকার মহিলারা গিয়ে ওই দোকান ভাঙচুর করে এবং তাঁর ঘর থেকে বেশ কিছু মদের বোতল তারা উদ্ধার করে বলে জানা যায়। ভাঙচুরের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Next Article
Nadia: স্ত্রীকে গর্ভপাত করাতে নিয়ে যাচ্ছিলেন, টোটোতেই স্বামীর সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা